Bank

ঝলমলে পোশাক, মুকুট, মুখজোড়া গোঁফ নিয়ে ব্যাঙ্কে বসে গ্রাহকদের টাকা দিলেন ‘রাজা’!

মাথায় মুকুট। ঝলমলে রাজার পোশাক। মস্ত বড় মুখজোড়া গোঁফ। চেয়ারে বসে রয়েছন রাজা। সামনে কম্পিউটার। কিবোর্ডের বোতাম চেপে ঝটপট হিসাব সারছেন। আবার টাকাও দিচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:০২
Share:

কেরলের ব্যাঙ্কে ‘রাজা’! ছবি সৌজন্য টুইটার।

ব্যাঙ্কে মুকুট পরে বসে আছেন রাজা! আবার টাকাও ‘বিলোচ্ছেন’। এমনই এক দৃশ্য ধরা পড়ল কেরলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। যে ভিডিয়ো ভাইরাল হতেই নজর কেড়েছে নেটাগরিকদের।

Advertisement

কেরলে ওনাম উৎসব চলছে। আর উৎসব মানেই একটা খুশির পরিবেশ। কিন্তু এক ব্যাঙ্ককর্মী সেই উৎসবকে অন্য ভাবে পালনের প্রস্তুতি নিয়েছেন। কেরলের কিংবদন্তি রাজা ছিলেন মহাবলী। ওনাম উৎসব তাঁকে উৎসর্গ করতেই নিজেকে রাজার বেশে সাজিয়ে তোলেন ওই ব্যাঙ্ককর্মী।

মাথায় মুকুট। ঝলমলে রাজার পোশাক। মস্ত বড় মুখজোড়া গোঁফ। চেয়ারে বসে রয়েছন রাজা। সামনে কম্পিউটার। কিবোর্ডের বোতাম চেপে ঝটপট হিসাব সারছেন। আবার টাকাও দিচ্ছেন। ব্যাঙ্কে ঢুকেই গ্রাহকরা থমতমত খেয়ে গিয়েছিলেন। ইনি আবার কে?

Advertisement

‘রাজা’র কাউন্টারের সামনে যেতেই গ্রাহককে দেখে এক গাল হাসছেন তিনি। একটু ধাতস্থ হয়ে গ্রাহকরা বুঝতে পারেন, আরে! ইনি তো তাঁদের পরিচিত ব্যাঙ্ককর্মী। তাঁকে এই বেশে দেখে অনেকে অভিভূতও হয়েছেন।

নিক্স জোসেফ নামে এক টুইটার গ্রাহক তাঁর অ্যাকাউন্টে ব্যাঙ্ককর্মীর সেই ভিডিয়ো শেয়ার করেছেন। ব্যাঙ্কটি তালাসেরি এলাকার। জোসেফ লেখেন, ‘তেলিচেরির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রাজা মহাবলীর বেশে হাজির ব্যাঙ্ককর্মী। রাজার বেশেই গ্রাহকদের পরিষেবা দিতে হাজির তিনি।’

ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ব্যাঙ্ককর্মীর কাজের প্রতি নিষ্ঠা দেখে নেটাগরিকরা প্রশংসা করেছেন। এক গ্রাহক লিখেছেন, ‘ব্যাঙ্ককর্মীর কাজের উৎসাহ আর নিষ্ঠা দেখে সত্যিই অবাক হতে হয়।’

গত ৩০ অগস্ট শুরু হয়েছে ওনাম উৎসব। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন