National News

বাছুর মারার শাস্তি ৫ বছরের মেয়ের বিয়ে, মধ্যপ্রদেশের ঘটনা

বাছুর মারার শাস্তি হিসাবে এক ব্যক্তিকে তাঁর ৫ বছরের মেয়েকে ৮ বছরের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার নিদান দিল পঞ্চায়েত। মধ্যপ্রদেশের গুনা জেলার তারপুর গ্রামের ঘটনা। গত শুক্রবার পঞ্চায়েতের সভাতে ওই ব্যক্তিকে ডেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ১৩:০২
Share:

প্রতীকী ছবি।

বাছুর মারার শাস্তি হিসাবে এক ব্যক্তিকে তাঁর ৫ বছরের মেয়েকে ৮ বছরের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার নিদান দিল পঞ্চায়েত। মধ্যপ্রদেশের গুনা জেলার তারপুর গ্রামের ঘটনা। গত শুক্রবার পঞ্চায়েতের সভাতে ওই ব্যক্তিকে ডেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Advertisement

তারপুর গ্রামের বাসিন্দা জগদীশ বানজারার জমিতে ঘাস খেতে এসেছিল পড়শির একটি বাছুর। সেটাকে তাড়াতে গিয়ে একটা পাথর ছুড়ে মেরেছিলেন তিনি। পরে সেই বাছুরটি মারা যায়। পঞ্চায়েতের হর্তাকর্তারা সভা ডেকে জগদীশকে দোষী সাব্যস্ত করে একঘরে করে দেওয়ার নিদান দেয়। এমনকী গ্রামের কুয়ো থেকে জল নেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেন তাঁরা। এতেই থেমে থাকেননি পঞ্চায়েতের মাতব্বরেরা। জগদীশকে গঙ্গাস্নান করিয়ে গ্রামের সকলকে ভোজন করানোর নির্দেশ দেন তাঁরা।

আরও পড়ুন: সেই ট্রাডিশন এখনও চলছে

Advertisement

জগদীশের অভিযোগ, টানা তিন বছর তাঁদের পরিবারকে একঘরে হয়ে থাকতে হয়েছে। তাতেও আশ মেটেনি মাতব্বরদের। বাছুর মরার কারণে গ্রামে কোনও শুভ কাজ হচ্ছে না এই জিগির তুলে ফের শাস্তির নিদান দেয় পঞ্চায়েত।

কী সেই শাস্তি?

জগদীশ জানান, তাঁর ৫ বছরের মেয়েকে বিদিশা জেলার ৮ বছরের একটি ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে বলে হুলিয়া জারি করে পঞ্চায়েত। পঞ্চায়েতের নিদান মাথা পেতে নিয়ে মেয়ের বিয়ের যখন তোড়জোড় করছেন জগদীশ, তখনই তাঁর স্ত্রী প্রতিবাদ করেন। গোটা বিষয়টি মহকুমা শাসকের কাছে জানান তিনি।

মহকুমা শাসক নীরজ শর্মা বলেন, “বিষয়টি তদন্ত করতে একটি দল পাঠানো হয়েছে ওই গ্রামে। পুলিশও গিয়েছে সেখানে।” তিনি আরও জানান, পঞ্চায়েতের মাতব্বরদের হঁশিয়ারি দেওয়া হয়েছে তাঁরা যেন নিজেদের হাতে আইন না তোলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement