Murder Case in Bengaluru

স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়া, জেনে ফেলায় খুন যুবক! ষড়যন্ত্র করেই কি হত্যা, ঘনাচ্ছে রহস্য

ঘটনার দিন বিজয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতেই ছিলেন। তার পরে কোনও কারণে বার হন। কিন্তু আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পর ওই এলাকার এক নির্জন স্থানে বিজয়কে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ২২:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তাঁরই ছোটবেলার বন্ধু! দিনের পর দিন সেই সন্দেহ দানা বেঁধেছিল বেঙ্গালুরুর এক যুবকের মনে। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই খুন হলেন ওই যুবক। সন্দেহের তির তাঁর ছোটবেলার সেই বন্ধুর দিকেই।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ধনঞ্জয় ওরফে জয়ের সঙ্গে সেই ছোটবেলায় বন্ধুত্ব হয় বিজয় কুমারের। তিন দশকের বেশি সময় ধরে তাঁরা একে অপরের বন্ধু। দু’জনেরই বেড়ে ওঠা বেঙ্গালুরুর মাগাদিতে। পরে দু’জনে একসঙ্গে চলে আসেন সুনকাডাকাট্টে এলাকায়। একে অপরের বাড়িতে ছিল অবাধ যাতায়াত। বছর দশেক আগে আশা নামে এক যুবতীর সঙ্গে বিয়ে হয় বিজয়ের। বিয়ের পর তাঁরা কামাক্ষীপাল্যায় থাকা শুরু করেন।

পুলিশের মতে, সম্প্রতি বিজয় জানতে পারেন, তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন ধনঞ্জয়। তিনি দু’জনকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেও ফেলেন। এমনকি একসঙ্গে দু’জনের ছবিও পান বিজয়। এই নিয়ে দুই বন্ধুর অশান্তি হয়। শুধু তা-ই নয়, স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় বিজয়ের। বিয়ে বাঁচাতে স্ত্রী-পরিবারকে নিয়ে অন্যত্র চলে যান তিনি। অভিযোগ, তার পরেও ধনঞ্জয়ের সঙ্গে সম্পর্ক বজায় ছিল আশার।

Advertisement

ঘটনার দিন বিজয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতেই ছিলেন। তার পরে কোনও কারণে বার হন। কিন্তু আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পর ওই এলাকার এক নির্জন স্থানে বিজয়কে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, ধনঞ্জয় এবং আশা ষড়যন্ত্র করে বিজয়কে খুন করেছেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ধনঞ্জয়। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আশাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী ঘটেছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আরও তদন্তের পরে বিষয়টি পরিষ্কার হবে বলে মত তদন্তকারী আধিকারিকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement