Maoist Killed

মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা! সুকমায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত মাওবাদী

ছত্তীসগঢ়ের সুকমা এবং দান্তেওয়াড়া জেলা মিলিয়ে মোট ন’টি মামলায় ওই মাওবাদীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। নিরাপত্তাবাহিনীর অভিযানের পরে ঘটনাস্থল থেকে রাইফেল, কার্তুজ এবং বেশ কিছু বিস্ফোরকও উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২২
Share:

ছত্তীসগঢ়ে মাওবাদী দমন অভিযান। —ফাইল চিত্র।

ছত্তীসগঢ়ের সুকমায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক মাওবাদীর। বুসকি নুপ্পন নামে ওই মহিলার বিরুদ্ধে ন’টি পৃথক মামলা রয়েছে। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার সুকমার পাহাড়ি জঙ্গলে নিরাপত্তাবাহিনীর মাওবাদী দমন অভিযানে মৃত্যু হয় মাওবাদী সংগঠনের ওই সক্রিয় সদস্যের।

Advertisement

সুকমার পাহাড়ি জঙ্গলের মধ্যে মাওবাদীদের গতিবিধি দেখা গিয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সুকমার গুফড়ি এবং পেরামপারা এলাকা মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর যায় পুলিশের কাছে। সুকমার পুলিশ সুপার কিরণ চৌহান জানান, ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান শুরু হয়। জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের সময়ে এক মহিলার দেহ উদ্ধার হয়। পরে তাঁর দেহ শনাক্ত করা হয়। বুসকি মাওবাদীদের মালঙ্গির অঞ্চল কমিটির সদস্য ছিলেন। ছত্তীসগঢ়ের সুকমা এবং দান্তেওয়াড়া জেলা মিলিয়ে মোট ৯টি মামলায় তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ।

নিরাপত্তাবাহিনীর বৃহস্পতিবারের অভিযান শেষে ঘটনাস্থল থেকে রাইফেল, কার্তুজ এবং বেশ কিছু বিস্ফোরকও উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে আটটি ডিটোনেটর, চারটি গিলাটিন রড। এ ছাড়া একটি ওয়্যারলেস সেট, একটি রেডিও এবং মাওবাদীদের ব্যবহৃত বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে ছত্তীসগঢ়ে মাওবাদীদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। গত সপ্তাহেই ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই মাওবাদী নেতার। দু’জনের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা। মুখোমুখি সংঘর্ষের পরে তাঁদের ডেরা থেকেও বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল নিরাপত্তাবাহিনী।

Advertisement

এ বার সুকমায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল এক মাওবাদীর। গত মাসে এই সুকমা জেলারই জাগারগুন্ডায় এক শিক্ষককে ‘পুলিশের চর’ তকমা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল মাওবাদীদের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement