—প্রতিনিধিত্বমূলক ছবি।
মুম্বইয়ে র্যাপিডো বাইক নিয়ে মাসখানেক আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনায়েক। শুধু তা-ই নয়, বাইক-ট্যাক্সির বিরুদ্ধে পদক্ষেপেরও নির্দেশ দেন। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই তাঁর পুত্রের আয়োজিত অনুষ্ঠান ‘প্রো-গোবিন্দ লিগ’ (দইয়ের হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা)-এর ‘স্পনসর’ হিসাবে জ্বলজ্বল করছে সেই র্যাপিডোরই নাম! বিষয়টি প্রকাশ্যে আসতেই বিরোধীরা প্রতাপের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ তুলতে শুরু করে। এ-ও দাবি করা হয়, ‘ব্ল্যাকমেল’ করে পুত্রের অনুষ্ঠানের জন্য টাকা জোগাড় করছেন মহারাষ্ট্রের মন্ত্রী। বিতর্ক শুরু হতেই এই প্রসঙ্গে সাফাই দিলেন প্রতাপ।
গত ২ জুলাই মহারাষ্ট্রের পরিবহণ দফতর একটি অভিযান করে। সেই অভিযানে শামিল হয়েছিলেন মন্ত্রী নিজে। অভিযান চলাকালীন তিনি অন্য নাম ব্যবহার করে র্যাপিডো বাইক ‘বুক’ করেন। অভিযোগ, ব্যক্তিগত বাইক ব্যবহার করে, তা ব্যবসায়িক কাজে লাগাচ্ছে র্যাপিডোর মতো বাইক-ট্যাক্সি সংস্থাগুলি! সেই অভিযোগের ভিত্তিতেই চলে অভিযান। মন্ত্রী সেই সময় জানিয়েছিলেন, সরকারের ‘অনুমোদন ছাড়াই’ মুম্বইয়ে পরিষেবা চালাচ্ছে র্যাপিডো, যা মেনে নেওয়া হবে না। কঠোর পদক্ষেপের নির্দেশও দেন তিনি। তাঁর নির্দেশেই গত এক মাসে ৭৮টি বাইক-ট্যাক্সি ধরে তাঁর দফতর এবং পুলিশ। ঘটনাচক্রে, সব ক’টিই র্যাপিডোর।
এ বার তাঁর পুত্রের আয়োজিত অনুষ্ঠানের ‘স্পনশর’ র্যাপিডো হওয়ায় প্রতাপকে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। মন্ত্রীকে সমালোচনা করে কংগ্রেস সাংসদ বিজয় ওয়াদেত্তিওয়ারের কটাক্ষ, ‘‘রাজ্য সরকারের কোষাগার ভরানোর পথ দেখানোর জন্য প্রতাপকে অভিনন্দন জানানো উচিত।’’ তাঁর কথায়, ‘‘প্রথমে, আপনি (প্রতাপ) অ্যাপের মাধ্যমে একটি বাইক বুক করেন। তার পর আপনি সেই গরিব বাইক চালককে ধরেন। তাঁর ভিডিয়ো তৈরি করেন এবং নিজস্ব ভাবমূর্তি তৈরি করেছিলেন। তার পর আপনি সমস্যায় পড়া ওই বেসরকারি অ্যাপ মালিকদের কাছ থেকে পুত্রের অনুষ্ঠানের জন্য টাকা তোলেন। কী দারুণ ব্যাপার!’’ এনসিপি (এসপি) মন্ত্রীর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ তোলেন। ওই দলের বিধায়ক রোহিত পওয়ার বলেন, ‘‘র্যাপিডো বাইক ধরে প্রচার পেয়েছিলেন মন্ত্রী। তার পরে তিনি দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করলেন।’’
বিতর্ক শুরু হতেই সাফাই দিতে আসরে নামলেন প্রতাপ। তিনি এক বিবৃতিতে বলেন, ‘‘গোবিন্দপন্থী খেলাধুলাকে রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া ভুল। আমি ২ জুলাই অভিযান করেছিলাম, কিন্তু স্পনশরশিপ দেওয়া হয়েছিল ২৬ মে।’’ প্রতাপের পুত্র পূর্বেশ সারনায়েক বলেন, ‘‘স্পনশরশিপ এবং প্রতিযোগিতার প্রচারের বিষয়গুলি দেখার জন্য আমরা একটি পেশাদার সংস্থাকে দায়িত্ব দিয়েছিলাম। তারা গত মে মাসে র্যাপিডোর সঙ্গে চুক্তি করেছিল।’’