Nursing Student Suicide

হস্টেলের চারতলা থেকে ঝাঁপ নার্সিং পড়ুয়ার! কলেজের দাবি আত্মহত্যা, মানতে নারাজ পরিবার

কলেজ কর্তৃপক্ষের দাবি, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই তরুণী। তবে তাঁর পরিবার সেই দাবি মানতে চায়নি। তারা উল্টে কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১২:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলেজ হস্টেলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে এক নার্সিং ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা নিয়ে দ্বন্দ্ব দেখা গিয়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই ছাত্রী। সেই কারণেই এই পদক্ষেপ! যদিও মৃতার পরিবার কলেজের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে।

Advertisement

মৃত তরুণীর নাম পল্লবী কুপ্পম (১৯)। চিত্তুরের পিএইএস কলেজে স্নাতক স্তরে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হস্টেলের চারতলা থেকে আচমকাই ঝাঁপ দেন তিনি। নীচে পড়তেই হস্টেল কর্তৃপক্ষ এবং অন্য পড়ুয়ারা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে পল্লবীর।

কলেজ কর্তৃপক্ষের দাবি, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই তরুণী। তবে পল্লবীর পরিবারের অভিযোগ, হস্টেলে বা ক্যাম্পাসে তদারকির অভাব ছিল। কোনও রকম সাহায্য মিলত না। পুলিশ আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কেন পল্লবী আত্মহত্যা করলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Advertisement

আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ক্যাম্পাসে অন্য পড়ুয়াদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিভাবকেরা হস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement