ভারতীয় সেনা। —ফাইল চিত্র।
জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে ধরা পড়লেন এক পাকিস্তানি নাগরিক। ভারতীয় সেনা সূত্রে খবর, কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চল থেকে পাকড়াও করা হয়েছে তাঁকে। ধৃতের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে সেনা সূত্রে খবর, ওই পাকিস্তানিকে আটক করা হয়েছে এবং কী কারণে তিনি ওই অঞ্চলে এসেছিলেন, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
সোমবার পঞ্জাবের গুরদাসপুর এলাকায় এক পাকিস্তানি নাগরিক ধরা পড়ার খবর প্রকাশ্যে আসে। গত ৩-৪ মে রাতে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে গুরদাসপুরে প্রবেশের সময় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র হাতে ধরা পড়েন হুসনাইন নামে ওই পাকিস্তানি নাগরিক। পরে তাঁকে পঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার আগে গত শনিবার এক পাকিস্তানি রেঞ্জারও আটক হন সীমান্তরক্ষী বাহিনীর হাতে। এ বার কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়লেন আরও এক পাকিস্তানি।
বস্তুত, পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ করেছে। উদ্ভূত পরিস্থিতির মাঝে গত ২৩ এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন বিএসএফের ২৪ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পূর্ণমকুমার সাউ। ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের সেনার হাতে তিনি বন্দি হন। তাঁকে ছাড়ার বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকও হয়। তবে এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি।