Signboard of a medical shop

সাধারণ ওষুধের দোকানের সাইনবোর্ডে ‘ব্যতিক্রমের’ ছবি, প্রশংসায় নেটাগরিরা!

ডক্টর আরমান কাশ্যপ নামে জনৈকের টুইটার হ্যান্ডলে পঞ্জাবের লুধিয়ানার এই ওষুধ দোকানের সাইনবোর্ডটির ছবি পোস্ট হয়েছে শুক্রবার। সেখানে দেখা যাচ্ছে, ওধুধের দোকানের সাইনবোর্ডে লেখা ‘গুপ্তা অ্যান্ড ডটার্স’।

Advertisement

সংবাদ সংস্থা

লুধিয়ানা শেষ আপডেট: ২৩ মে ২০২০ ১৫:৩২
Share:

গুপ্তা অ্যান্ড ডটার্স। ছবি: টুইটার থেকে নেওয়া।

আমাদের সমাজে এখনও যখন ব্যবসার হাল ধরতে ছেলেদেরই কথাই আগে ভাবা হয়, দোকানের নামেও তার প্রতিফলন মেলে, তখন অন্যরকম এক সাইনবোর্ডের দেখা মিলল লুধিয়ানায়। এই ওষুধের দোকানের সাইনবোর্ড এতটাই অন্যরকম যে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

ডক্টর আরমান কাশ্যপ নামে জনৈকের টুইটার হ্যান্ডলে পঞ্জাবের লুধিয়ানার এই ওষুধ দোকানের সাইনবোর্ডটির ছবি পোস্ট হয়েছে শুক্রবার। সেখানে দেখা যাচ্ছে, ওধুধের দোকানের সাইনবোর্ডে লেখা ‘গুপ্তা অ্যান্ড ডটার্স’।

এই ধরনের সাইনবোর্ডে বেশির ভাগ ক্ষেত্রে ছেলেদের নামেই দোকানের নাম হয়। 'অমুক অ্যান্ড সন্স'-এর দেখা হামেশাই পাওয়া যায় সর্বত্র। কিন্তু এক্ষেত্রে এই দোকান মালিক মেয়েদের নামে দোকান খুলেছেন। আর এমন একটা ব্যতিক্রমী ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হতে সময় নেয়নি। নেটাগরিকরা দোকান মালিকের মানসিকতার তারিফ করতে কার্পণ্য করেননি।

Advertisement

আরও পড়ুন: লকডাউনে রাস্তা ‘অবরোধ’ এক দল জাতীয় পাখির!

আরও পড়ুন: লকডাউনের মাঝে লোকালয়ে চিতাবাঘ, আক্রমণ করে বসল ট্রাক সাফাই কর্মীকে

দেখুন সেই পোস্ট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন