Madhya Pradesh Incident

ডিউটির সময় ঘুমিয়ে পড়েছিলেন, সেই ছবি ভাইরাল হতেই সহকর্মীকে গুলি নিরাপত্তারক্ষীর!

মধ্যপ্রদেশের ইনদওরের এক গয়নার দোকানের বাইরে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রমোদ পাণ্ডে নামে ৫৬ বছরের এক ব্যক্তির বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৫:০৪
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডিউটির সময় চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিলেন। তা নজর এড়ায়নি তাঁর সহকর্মীর। ঘুমন্ত অবস্থায় তাঁর ছবি তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন ওই সহকর্মী। সেই রাগে সহকর্মীকে লক্ষ্য করে নিজের সার্ভিস বন্দুক দিয়ে গুলি চালালেন এক নিরাপত্তারক্ষী!

Advertisement

মধ্যপ্রদেশের ইনদওরের এক গয়নার দোকানের বাইরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রমোদ পাণ্ডে নামে ৫৬ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই নিরাপত্তারক্ষীই তাঁর সহকর্মীকে গুলি করেন। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাণে বেঁচে গেলেও তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ প্রমোদকে গ্রেফতার করেছে। পুলিশি জেরায় গুলি চালানোর কথা স্বীকার করে নেন অভিযুক্ত।

পুলিশকে দেওয়া বয়ানে প্রমোদ জানিয়েছেন, দোকানের বাইরে পাহারার দায়িত্ব ছিল তাঁর। সেই সময় চেয়ারে বসা অবস্থাতেই চোখ লেগে যায়। কখন ঘুমিয়ে পড়েছিলেন তা বুঝতে পারেননি। পরে হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে দেখেন, তাঁর সেই ঘুমন্ত অবস্থার ছবি পাঠানো হয়েছে। তাঁরই এক সহকর্মী এমন কাণ্ড ঘটিয়েছেন। ওই ছবি নিয়ে বিস্তর হাসাহাসি হয় গ্রুপের মধ্যে। অনেকের কাছে কথাও শোনেন। সেই রাগেই ওই সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন।

Advertisement

ইনদওরের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার আনন্দ যাদব জানান, গত শনিবার রাতে দোকানের বাইরে ডিউটিতে থাকাকালীনই ঘুমিয়ে পড়েছিলেন প্রমোদ। তা দেখে ওই দোকানের এক বিক্রয়কর্মী সঞ্জয় জগতপ প্রমোদের ছবি তোলেন এবং হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেন। এই ঘটনা নিয়ে রবিবার রাতে সঞ্জয় এবং প্রমোদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। বাদানুবাদের মধ্যেই অভিযুক্ত গুলি ছোড়ে। সেই গুলি সঞ্জয়ের হাতে এবং শরীরে অন্য অংশে গুলি লাগে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement