চুমুতে লাজুক সিদ্দারামাইয়া

গ্রুপ ছবি তোলার জন্য সকলে তখন পাশাপাশি দাঁড়িয়ে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পাশে দাঁড়িয়ে বেগুনি শাড়ি পরা এক মহিলা। হঠাৎ সেই মহিলা চুমু খেয়ে বসলেন সিদ্দারামাইয়ার গালে! আচমকা এই চুমুতে হতচকিত মুখ্যমন্ত্রীর মুখে তখন লাজুক হাসি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০৮:৫৩
Share:

গ্রুপ ছবি তোলার জন্য সকলে তখন পাশাপাশি দাঁড়িয়ে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পাশে দাঁড়িয়ে বেগুনি শাড়ি পরা এক মহিলা। হঠাৎ সেই মহিলা চুমু খেয়ে বসলেন সিদ্দারামাইয়ার গালে! আচমকা এই চুমুতে হতচকিত মুখ্যমন্ত্রীর মুখে তখন লাজুক হাসি।

Advertisement

রবিবার বেঙ্গালুরুতে চলছিল পঞ্চায়েত স্তরে জয়ী জনপ্রতিনিধিদের সংবর্ধনার অনুষ্ঠান। কর্নাটক প্রদেশ কুরুবা সঙ্ঘের আয়োজিত এই অনুষ্ঠানেই সিদ্দারামাইয়ার গালে চুমু খান গিরিজা শ্রীনিবাসন। চুমু পেয়ে দৃশ্যতই লজ্জিত মুখ্যমন্ত্রী ব্যস্ত হয়ে পড়েন গাল মুছতে।

গিরিজা চিকমাগালুর জেলা থেকে নির্বাচিত এক জন পঞ্চায়েত সদস্য। মুখ্যমন্ত্রীর গালে চুমু খাওয়ার পরে উচ্ছ্বসিত গিরিজা বলেন, ‘‘এই প্রথম আমি সিদ্দারামাইয়াকে সামনে থেকে দেখলাম। তার উপর তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলাম। তাই আর নিজেকে সামলাতে পারিনি। সিদ্দারামাইয়াকে চুমু খেয়ে ফেলেছি। উনি আমার বাবার মতো।’’ আগে থেকে তাঁর এমন কোনও পরিকল্পনা ছিল না বলেও জানিয়েছেন গিরিজা। আর সিদ্দারামাইয়া কী বলছেন? মুখ্যমন্ত্রীর মন্তব্য, গিরিজা আমার মেয়ের মতো।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement