তথ্যপ্রযুক্তি সংস্থার মহিলাদের শৌচাগারে লুকিয়ে ভিডিয়ো করতেন পুরুষ সহকর্মী! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মহিলা সহকর্মীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগে গ্রেফতার বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার এক প্রযুক্তিবিদ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ধৃতের নাম নাগেশ স্বপ্নীল মালি। ইনফোসিসের বেঙ্গালুরুর সিনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মরত ওই ব্যক্তিকে ‘কুকর্মের’ সময় হাতেনাতে ধরেন এক মহিলাকর্মী। পুলিশ সূত্রে খবর, লুকিয়ে মহিলাদের শৌচাগারে ঢুকে সহকর্মীদের ভিডিয়ো রেকর্ড করতেন নাগেশ। তাঁর মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে। এমন ঘটনায় তোলপাড় ভারতের ‘সিলিকন ভ্যালি’ বেঙ্গালুরু।
জানা গিয়েছে, রবিবার নাগেশকে ভিডিয়ো করতে দেখে হাতেনাতে ধরেন ইনফোসিসের বেঙ্গালুরুর অফিসে কর্মরত এক কর্মী। প্রায় সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের হয়েছে থানায়। অভিযোগকারিণী পুলিশের কাছে জানিয়েছেন, শৌচাগারে তাঁর পাশের কিউবিকলে ‘সন্দেহজনক’ জিনিস দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তিনি অন্য মহিলা সহকর্মীদের ডাকেন। তাঁরা মোবাইল হাতে নাগেশকে হাতেনাতে ধরে ফেলেন।
অভিযোগকারিণীর দাবি, শৌচাগারে মহিলাদের ভিডিয়ো রেকর্ড করছিলেন অভিযুক্ত। প্রমাণ হিসাবে অভিযুক্তের মোবাইলে বেশ কিছু আপত্তিকর ভিডিয়ো মেলে। সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সংস্থার মানবসম্পদ উন্নয়ন বিভাগের কর্মীরা সেগুলো মহিলা কর্মীদের উপস্থিতিতে ‘ডিলিট’ করেছেন। এর পর থানায় জানানো হয়েছে বিষয়টি।
পুলিশ জানিয়েছে, মনে করা হচ্ছে এটাই অভিযুক্তের ‘প্রথম কুকর্ম’ নয়। এর আগেও তিনি এই দুষ্কর্ম করেছেন। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে ধৃত প্রযুক্তিবিদের মোবাইলটি পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে। অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ হিসাবে ওই ভিডিয়োগুলো পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে।