Tigar

ক্যামেরার সামনে ‘বাথটবে’ স্নান সেরে নিল বাঘ মামা

যেমন ভাবা তেমন কাজ। এবার এক লাফে উঠে পড়ে জলের পাত্রটির উপর। এবার তার ভিতর নেমে গা ডুবিয়ে আরাম করে স্নান করতে থাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৪:৫০
Share:

বাঘের স্নান। ফেসবুক থেকে নেওয়া ছবি।

শীতের দুপুরে যাঁরা স্নান করতে ভয় পান,তাঁরা এই বাঘটিকে দেখলে হয়তো কিছুটা উৎসাহিত হতে পারেন। যদিও জানা যায়নি এই ভিডিয়ো আদৌ কোনও শীতের দুপুরের ক্যামেরাবন্দি হয়েছিল কিনা। তবে তা জানা না গেলেও এমন আকর্ষণীয় ভিডিয়ো ভাইরাল হতে সময় নেয়নি।

Advertisement

সোশ্যাল মিডিয়া জুড়ে একটি বাঘের স্নান করার ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে। ভিডিয়োটি কর্নাটকের কুর্গের এক কফি বাগানে ক্যামেরাবন্দি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কফি বাগানের মধ্যে রাখা একটি বড় জলের পাত্র। সেটি হয়তো গাছে জল দেওয়া বা অন্য কোনও কাজে ব্যবহার হয়। বাঘটি এসে তার চার পাশে ঘুরে ঘুরে আগে দেখার চেষ্টা করছে সেটি স্নানের জায়গা হিসাবে উপযুক্ত কিনা। সব কিছু পরীক্ষা করে দেখার পর বাঘটির মনে হয়, এই জায়গায় স্নান করা যেতে পারে।

যেমন ভাবা তেমন কাজ। এবার এক লাফে উঠে পড়ে জলের পাত্রটির উপর। এবার তার ভিতর নেমে গা ডুবিয়ে আরাম করে স্নান করতে থাকে।

Advertisement

এক মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিয়ো রাজেশ কার্লা নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট হয়েছে। তিনি ভিডিয়োটি হোয়াটসঅ্যাপে পেয়েছেন বলে জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement