Jammu and Kashmir

Jammu and Kashmir: গোপন সুড়ঙ্গের হদিশ জম্মুর পাক সীমান্তে, এই পথেই ঢুকেছিল দুই জইশ জঙ্গি?

গত বছরের জানুয়ারি মাসে জম্মুর কঠুয়া জেলার হীরানগর সেক্টরে দু’টি সুড়ঙ্গ সনাক্ত করেছিল বিএসএফ। প্রায় ১৬ মাস পরে ফের মিলল সুড়ঙ্গ।

Advertisement

সংবাদ সংস্থা

জম্মু শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১২:০২
Share:

সাম্বা সীমান্তে বিএসএফের তৎপরতা। ছবি: পিটিআই।

জম্মু ও কাশ্মীরে পাক সীমান্তের কাছে গোপন সুড়ঙ্গের খোঁজ পেল বিএসএফ। প্রাথমিক ধারণা, জম্মুর সাম্বার ওই সুড়ঙ্গের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেই পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের দুই ফিদাঁয়ে গত মাসে হামলা চালিয়েছিল।

বিএসএফ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাতে সীমান্তে টহলরত জওয়ানেরা সুড়ঙ্গটি চিহ্নিত করেন। প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাসে জম্মুর কঠুয়া জেলার হীরানগর সেক্টরে দু’টি সুড়ঙ্গ সনাক্ত করেছিল বিএসএফ। প্রায় ১৬ মাস পরে ফের সীমান্তে পাওয়া গেল জঙ্গি অনুপ্রবেশের ভূগর্ভস্থ পথ। ২০২০ নভেম্বরে সাম্বায় পাক সীমান্তের কাছে প্রায় ১৫০ মিটার লম্বা এক সুড়ঙ্গ খুঁজে পেয়েছিলেন বিএসএফ জওয়ানেরা।

Advertisement

গত ২২ এপ্রিল ভোরে জম্মুর সুঞ্জওয়ায় সিআইএসএফ জওয়ানদের বাসে গ্রেনেড হামলা চালিয়েছিল দুই জইশ জঙ্গি। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তারা নিহত হয়। সাম্বার ওই সুড়ঙ্গপথেই তারা পাক পঞ্জাব থেকে ভারতে ঢুকেছিল বলে দাবি করেছেন বিএসএফের এক আধিকারিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন