Hyderabad Incident

যমজ সন্তানকে শ্বাসরোধ করে খুন, পরে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা! ধৃত স্বামী

প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কেন ওই মহিলা আত্মহত্যা করলেন, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৯:০২
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিজের দুই যমজ সন্তানকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হলেন এক মহিলা! এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে হায়দরাবাদে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে এক আবাসন থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ চল্লারি শৈলক্ষ্মী হায়দরাবাদের বলানগর এলাকার আবাসনের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তদন্তে এসে পুলিশ দেখতে পায়, ঘরে দুই যমজ সন্তানের মরদেহ পড়ে রয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না শৈলক্ষ্মীর স্বামী অনিল কুমার। কেন তিনি আত্মহত্যা করলেন, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

মৃতার বাবা-মায়ের অভিযোগ, অনিলের সঙ্গে প্রায়ই ঝামেলা হত তাঁদের কন্যার। জামাইয়ের বিরুদ্ধে শৈলক্ষ্মীকে হেনস্থার অভিযোগ তুলেছেন তাঁরা। অনিলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তকারী অফিসার টি নরসিংহ রাজু জানান, ওই দম্পতির পুত্র চেতনের বাক্‌সমস্যা রয়েছে। তা নিয়ে প্রায়ই দম্পতির মধ্যে অশান্তি হত। প্রাথমিক অনুমান, সেই অশান্তি থেকে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন শৈলক্ষ্মী। আর সেই কারণেই চরম পদক্ষেপ করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement