National news

দুর্নীতিতে ভরা দল! কথা না শোনায় নেতাকেই চড় কষালেন মহিলা কর্মী

অনেক দিন ধরেই তিনি বলছিলেন, কিন্তু কেউ কথা কানে নিচ্ছিলেন না। ভরা রাস্তায় তাই নির্বাচনী প্রচার চলাকালীন তাই দলেরই এক নেতার গালে চড় মারলেন আম আদমি পার্টি (আপ)-র এক মহিলা কর্মী। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির রাজৌরিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১১:৪৮
Share:

আপ নেতা সঞ্জয় সিংহকে চড় মারতে এগিয়েছেন আপ কর্মী। ছবি: ফেসবুক।

অনেক দিন ধরেই তিনি বলছিলেন, কিন্তু কেউ কথা কানে নিচ্ছিলেন না। ভরা রাস্তায় তাই নির্বাচনী প্রচার চলাকালীন তাই দলেরই এক নেতার গালে চড় মারলেন আম আদমি পার্টি (আপ)-র এক মহিলা কর্মী। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির রাজৌরিতে।

Advertisement

সিমরন বেদী নামে ওই মহিলা দিল্লির রাজৌরি গার্ডেন বিধানসভা এলাকার আপ কর্মী। ওই দিন সকালে বিধানসভা উপনির্বাচন উপলক্ষে রোড শো করছিলেন আপ নেতা সঞ্জয় সিংহ। সিমরন জানিয়েছেন, উপনির্বাচনে তাঁর প্রার্থী হওয়ায় ইচ্ছা ছিল। কিন্তু ঘুষ দিয়ে তাঁর জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে। দলের মধ্যে যে কী ভাবে দুর্নীতি জাঁকিয়ে বসেছে সেটাই বার বার দলের নেতাদের সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি। এ জন্য কেজরীবাল থেকে আক্রান্ত সঞ্জয় সিংহ— সকলের সঙ্গেই কথা বলতে চান। কিন্তু তাঁকে কেউই পাত্তা দেননি।


আক্রান্ত নেতা সঞ্জয় সিংহ

Advertisement

ওই দিনও রোড শো চলাকালীন সঞ্জয় সিংহের পাশে গিয়ে এ বিষয়ে কথা বলার চেষ্টা করেন সিমরন। কিন্তু বার বারই নাকি তা এড়িয়ে যাচ্ছিলেন সঞ্জয়। শেষে রেগে গিয়েই তার গালে চড় কষিয়ে দেন তিনি। ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে আপ-এর তরফে। দলের দিল্লি ইউনিটের আহ্বায়ক দিলীপ পাণ্ডে বলেন, ‘‘খুবই নিন্দাজনক ঘটনা। কোনও রকম শারীরিক এবং মানসিক নির্যাতন রাজৌরি গার্ডেন উপনির্বাচনে আপ-কে হারাতে পারবে না।’’

আরও পড়ুন: টেররিজম না ট্যুরিজম, পথ বাছো কাশ্মীর: প্রধানমন্ত্রী

আপ-এ যদিও চ়ড়-কাণ্ড এই প্রথম নয়। মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং পরে একাধিকবার চড় খেয়েছেন দলের শীর্ষ নেতা অরবিন্দ কেজরীবাল। সম্প্রতি হরিয়ানার বিধানসভা নির্বাচনী প্রচারে তাঁকে উদ্দেশ্য করে ঝাঁটাও ছোড়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন