Duare Ration

AAP: পথ দেখিয়েছে বাংলা, আপ শাসিত পঞ্জাবে চালু হতে চলেছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প

সেই সময় অনুযায়ী রেশন পৌঁছে দেওয়া হবে। তবে এই প্রকল্প উপভোক্তা গ্রহণ করবেন কি না, তা তাঁর ইচ্ছাধীন।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ০৭:২৬
Share:

ফাইল চিত্র।

দিল্লিতে পরিকল্পনা সত্ত্বেও সফল ভাবে কার্যকর করা যায়নি। তবে আম আদমি পার্টি (আপ) শাসিত আর এক রাজ্য পঞ্জাবে চালু হতে চলেছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। আজ পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই প্রকল্পের ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের অফিসারের সাধারণ মানুষের কাছে জেনে নেবেন, কোন সময়ে তাঁদের ঘরে রেশন পৌঁছে দিলে সুবিধা হয়। সেই সময় অনুযায়ী রেশন পৌঁছে দেওয়া হবে। তবে এই প্রকল্প উপভোক্তা গ্রহণ করবেন কি না, তা তাঁর ইচ্ছাধীন।

Advertisement

আজ কেজরীওয়াল বলেছেন, ‘‘ভগবন্ত মান ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন। গোটা দেশেই এর প্রভাব পড়বে। গত চার বছর ধরে দিল্লিতে এই ব্যবস্থা কার্যকর করার চেষ্টা করছি।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন