ভিডিও বিতর্কে স্পিকারের নির্দেশে লোকসভায় আসা বন্ধ হল আপ সাংসদ ভগবন্ত মানের। সোমবার বিষয়টি নিয়ে তদন্তে নয় সদস্যের একটি কমিটি গড়া হয়েছে। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এ দিন জানিয়েছেন, আগামী ৩ অগস্ট রিপোর্ট জমা দেবে ওই কমিটি। বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদে আসতে পারবেন না মান। ফলে ভিডিও বিতর্কে নিঃশর্ত ক্ষমা চেয়েও পার পেলেন না আপ সাংসদ ভগবন্ত মান।
গত বৃহস্পতিবার সংসদের বিভিন্ন জায়গার একটি ভিডিও তুলে তা ফেসবুকে পোস্ট করেছিলেন পঞ্জাবের সাঙ্গরুর কেন্দ্রের সাংসদ মান। ১২ মিনিটের ওই ভি়ডিওতে নিজেই ধারাবিবরণী দিতে থাকেন তিনি। কোন পথ দিয়ে তার গাড়ি সংসদে প্রবেশ করছে, কোথায় নিরাপত্তারক্ষীরা রয়েছেন সে সবই দেখা গিয়েছে সেই ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করার পরই শুরু হয় বিতর্ক। উভয় কক্ষের সাংসদেরাই এ নিয়ে সরব হন। তাঁদের দাবি, এতে সংসদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। যদিও আপ সাংসদ জানিয়েছিলেন, নিছক মজা করার জন্যই ওই ভিডিও আপলোড করেছেন। শুধু তাই নয়, তিনি দাবি করেন, নিজের কেন্দ্রের মানুষজনকে সাংসদের জীবনযাত্রা দেখানোর জন্য ওই ভিডিও তুলেছিলেন তিনি। তবে বিষয়টি এত সহজে মেনে নিতে রাজি নন বিজেপি বা অন্য সাংসদেরা। সংসদের উভয় কক্ষেই ভগবন্ত মানের আসল উদ্দেশ্য নিয়ে সরব হন তাঁরা। শেষমেশ স্পিকার সুমিত্রা মহাজনের কাছে চিঠি দিয়ে নিঃশর্ত ক্ষমাও চেয়ে নেন মান। তবে তা গুরুত্ব দিতে নারাজ স্পিকার। এ নিয়ে এর পর বেশ জলঘোলা হয়। স্বতঃপ্রণোদিত হয়ে মানের বিরুদ্ধে সংসদ মার্গ থানায় একটি অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ। এর পিছনে আসল কারণ খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন