National News

অসম চুক্তি নিয়ে আসুর পাল্টা

অর্থমন্ত্রী হিমন্ত বলেছিলেন, অসম চুক্তিতে কোথাও ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ বলা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০১:২৪
Share:

হিমন্তবিশ্ব শর্মা। ছবি: পিটিআই।

অসম চুক্তি নিয়ে হিমন্তবিশ্ব শর্মার দাবি ওড়ালো আসু। বিধানসভার বিশেষ অধিবেশনে অর্থমন্ত্রী হিমন্ত বলেছিলেন, অসম চুক্তিতে কোথাও ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ বলা নেই। আসু উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য পাল্টা দাবি করেন, ১৯৬৬ সাল পর্যন্ত নাগরিকদের ভোটাধিকার দেওয়া, ১৯৬৭ সালের প্রামাণ্য ভোটার তালিকার কথা পাঁচ নম্বর ধারার প্রথম দিকে রয়েছে। কিন্তু ৫.৮ উপধারায় স্পষ্ট লেখা রয়েছে ১৯৭১ সালের ২৫ মার্চের পরে অসমে আসা বিদেশিদের নাম শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও বহিষ্কার করার কাজ চলতে থাকবে। আসুর বক্তব্য, অসম চুক্তি রূপায়ণমন্ত্রী থাকা হিমন্ত এখন অযথা বিতর্ক সৃষ্টি করছেন। এখন অসম চুক্তি রূপায়ণ দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাতে। সমুজ্জ্বলের প্রশ্ন, তিনি চুক্তির ব্যাপারে সব জেনেও চুপ করে আছেন কেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন