TMC

Abhishek Banerjee: অতিথি দেব ভবঃ! মুখ্যমন্ত্রী বিপ্লবের দেব-বাক্যেই বিপ্লবকে বিঁধলেন অভিষেক

বিপ্লব দেবের মন্তব্যকে উদ্ধৃত করেই বিজেপি-কে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘ত্রিপুরার মানুষই এর বিচার করবেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৪:১৯
Share:

বিপ্লব দেব ও অভিষেরক বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরা পৌঁছেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠি দিয়ে আঘাত করেছেন বিজেপি কর্মীরা। শুনতে হয়েছে ‘গো-ব্যাক স্লোগান’-ও। সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিন কয়েক আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তৃণমূল নেতাদের রাজ্যে আগমন প্রসঙ্গে বলেছিলেন, ‘‘ত্রিপুরার মানুষ ‘অতিথি দেব ভবঃ’ সংস্কৃতিতে বিশ্বাস করেন। তাই এখানে সবাই স্বাগত।’’

Advertisement

এবার তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করেই আক্রমণ শানালেন অভিষেক। ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে বাধা পেয়ে ছোট্ট প্রতিক্রিয়া জানান ডায়মন্ডহারবারের সাংসদ। তিনি বলেন, ‘‘ক’দিন আগেই বলেছিলেন ‘অতিথি দেব ভবঃ’। এখন হামলা। ত্রিপুরার মানুষ এর বিচার করবে।’’

প্রতিক্রিয়া জানানোর পর ত্রিপুরেশ্বরীর মন্দিরে পুজো দেন অভিষেক। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুজো সেরে তিনি বলেন, ‘‘বিজেপি নেতারা বাংলা এসে গলা ফাটাচ্ছেন গণতন্ত্র নেই বলে। কিন্তু তাঁরা আগে ত্রিপুরায় এসে দেখুন, কোথায় গণতন্ত্র নেই। তারপর বাংলা নিয়ে কথা বলবেন।’’ মন্দিরে যাওয়ার পথেও বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে রাস্তায় বেশ কয়েকবার দাঁড়াতে হয় তাঁর কনভয়কে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন