দোষী এবিভিপি সদস্য

নজীব অহমেদকে নিগ্রহের ঘটনায় এক এবিভিপি সদস্যকে দোষী সাব্যস্ত করল জেএনইউ-এর তদন্ত কমিটি। তাঁর নাম বিক্রান্ত কুমার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০৩:১৮
Share:

নজীব অহমেদকে নিগ্রহের ঘটনায় এক এবিভিপি সদস্যকে দোষী সাব্যস্ত করল জেএনইউ-এর তদন্ত কমিটি। তাঁর নাম বিক্রান্ত কুমার।

Advertisement

১৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয় চত্বরেই জেএনইউ-এর ছাত্র নজীবের সঙ্গে ঝামেলা বাধে এবিভিপি সদস্যদের। অভিযোগ ওঠে, নজীবকে বেধড়ক মারধর করে এবিভিপি-র কিছু সদস্য। ১৫ অক্টোবর থেকেই কোনও খোঁজ নেই নজীবের। এই মারধরের ঘটনাতেই দোষী সাব্যস্ত করা হয়েছে বিক্রান্তকে। তাঁর বিরুদ্ধে কেন কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা বিক্রান্তের কাছে জানতে চেয়েছে জেএনইউ-এর তদন্ত কমিটি। তবে এই ঘটনায় বিক্রান্তের পাশেই দাঁড়িয়েছে এবিভিপি। তাদের পাল্টা অভিযোগ, জেএনইউ-এর এই তদন্ত ‘পক্ষপাতদুষ্ট’।

এবিভিপি সদস্য সৌরভ শর্মা বলেন, ‘‘তদন্ত কমিটি এমন সব ছাত্রদের সঙ্গে কথা বলেছে, যাঁরা ঘটনাস্থলে ছিলেনই না। এই তদন্তই শুধু পক্ষপাতদুষ্ট নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও বামপন্থী ছাত্র সংগঠনের দিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement