করিমগঞ্জ কলেজ এবিভিপির দখলে

তীব্র উত্তেজনা ও টানাপড়েনের মধ্যে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ দখল করল অখিস ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ০৩:১১
Share:

এবিভিপি-র বিজয় মিছিল। শনিবার করিমগঞ্জে উত্তম মুহরীর তোলা ছবি।

তীব্র উত্তেজনা ও টানাপড়েনের মধ্যে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ দখল করল অখিস ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

Advertisement

ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে গত বেশ কয়েকদিন ধরে উত্তেজনার পারদ চলছিল। গত কাল রাতে ছাত্র সংগঠন এনএসইউআই ও এবিভিপির প্রচারে লাগাম টানতে পুলিশকেও হিমশিম খেতে হয়। করিমগঞ্জ শহরের ভারপ্রাপ্ত পুলিশ অফিসার মিন্টু শীল বলেন, রাত প্রায় তিনটে পর্যন্ত প্রচার চলেছে। যা সম্ভবত সাধারণ নির্বাচনেও হয় না। করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অধিকাংশ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে এবিভিপি প্রতিনিধিরা। শুধু সাধারণ সম্পাদক (জিএস) এবং সেক্রেটারি (মিটিং অ্যান্ড ডিবেট) পদে আজ ভোট গ্রহণ করা হয়। ৬৮৪ ভোট পেয়ে এবিভিপি প্রার্থী রাজমাধব দত্ত বিজয়ী হন। এনএসইউআই প্রার্থী শুভন দাস ৪৪৬ ভোট পেয়েছেন। সম্পাদক (মিটিং অ্যান্ড ডিবেট) পদে ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হন দিগ্বিজয় ধর। এনএসইউআই প্রার্থী বিশ্বজিৎ চক্রবর্তী পেয়েছেন ৩৯৮টি ভোট।

ফলাফল ঘোষণার মুহূর্তে করিমগঞ্জ কলেজ চত্বরে ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। বার তিনেক এক পক্ষ অপর পক্ষের দিকে ধেয়ে যায়। চলে হাতাহাতিও। কলেজ কর্তৃপক্ষের দৃঢ় মনোভাবের ফলে গোলমাল তেমন ছড়াতে পারেনি। কলেজের বাইরে সশস্ত্র পুলিশ বাহিনী মজুত থাকায় বড় ধরনের সমস্যারও সৃষ্টি হয়নি। এবিভিপির তরফ থেকে আজ এক বিজয় মিছিলও বের করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement