— প্রতিনিধিত্বমূলক চিত্র।
দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ছিল যুবকের বিরুদ্ধে। এ ছাড়া, অতীতে একাধিক ফৌজদারি মামলাতেও নাম জড়িয়েছিল তাঁর। কুখ্যাত অভিযুক্তকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। এ বার সেই অভিযুক্তেরই মৃত্যু হল পুলিশের গুলিতে।
সোমবার ভোরে উত্তরপ্রদেশের মেরঠে ঘটনাটি ঘটেছে। পুলিশ এনকাউন্টারে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের অন্যতম ‘ওয়ান্টেড’ অপরাধী শাহজাদ ওরফে নিক্কির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে গোপন সূত্রে সরুরপুর থানা এলাকায় শাহজাদের লুকিয়ে থাকার খবর পান তদন্তকারীরা। ভোর সাড়ে ৫টা নাগাদ সারধানা-বিনোলি সড়কের কাছে দেখা মেলে তাঁর। দাবি, পুলিশকে দেখেই শাহজাদ পালাতে শুরু করেন। মেরঠের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিপিন তাদা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, শাহজাদকে থামতে বলা হলে উল্টে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। একটি গুলি একজন পুলিশকর্মীর বুলেটপ্রুফ জ্যাকেটে গিয়ে লাগে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালালে তাতে গুরুতর জখম হন অভিযুক্ত। বুকে গুলি লাগে তাঁর। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গিয়েছে, মেরঠের মোহাম্মদপুর সাকিস্ত গ্রামের বাসিন্দা শাহজাদের বিরুদ্ধে পাঁচ ও সাত বছরের দুই শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এ জন্য অতীতে পাঁচ বছর জেলও খেটেছেন তিনি। এ ছাড়াও, অন্তত সাতটি ফৌজদারি মামলা রয়েছে তাঁর নামে। গত ন’মাস ধরে হন্যে হয়ে তাঁকে খুঁজছিল পুলিশ। নিহতের দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।