অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার সময়ে পায়ে বসানো হল জিপিএস-যুক্ত অ্যাঙ্কলেট। —প্রতীকী চিত্র।
জামিনে মুক্তি দেওয়ার সময়ে অভিযুক্তের পায়ে পরিয়ে দেওয়া হল জিপিএস-যুক্ত ‘অ্যাঙ্কলেট’। এমনটাই ঘটেছে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায়। মাদক মামলায় ধরা পড়েছিলেন কাশ্মীরের পুঞ্চ জেলার ওই বাসিন্দা। পুলিশের এক আধিকারিক সংবাদসংস্থা ‘পিটিআই’কে জানান, অভিযুক্ত কখন কোথায় যাচ্ছেন, তার উপর ‘রিয়্যাল টাইম’ নজরদারির জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। আদালতের নির্দেশ মেনেই তাঁর পায়ে ওই জিপিএস-যুক্ত যন্ত্রটি পরানো হয়েছে বলে জানান আধিকারিক।
চলতি মাসের শুরুর দিকেই পুঞ্চের বাসিন্দা মুখতার আহমেদকে পাকড়াও করেছিল উধমপুর পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক মামলা এবং সংগঠিত অপরাধের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করা হয়। সেই থেকেই জেলবন্দি অভিযুক্ত। উধমপুরের জেলা আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। সম্প্রতি ওই আদালতের বিচারক অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তির নির্দেশ দেন। এর পরে শুক্রবারই অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া হয়। সেই সময়ে তাঁর পায়ে ওই জিপিএস যন্ত্র পরিয়ে দেওয়া হয়।
‘গ্লোবাল পজ়িশনিং সিস্টেম’ বা জিপিএস হল কৃত্রিম উপগ্রহভিত্তিক এক যন্ত্র। এটির মাধ্যমে পৃথিবীর যে কোনও স্থানের অবস্থান জানা যায়। উধমপুর পুলিশের ওই আধিকারিক ‘পিটিআই’কে বলেন, “অভিযুক্তের গতিবিধির উপর ‘রিয়্যাল টাইম’ নজরদারি নিশ্চিত করার জন্য আদালতের নির্দেশ মেনেই শুক্রবার ওই যন্ত্রটি লাগানো হয়েছে।” উধমপুর জেলা পুলিশের দাবি, জম্মু ডিভিশনে এই প্রথম মাদক মামলায় অভিযুক্তদের উপর নজরদারি চালাতে এমন যন্ত্র ব্যবহার করা হচ্ছে।