মনের জোর

অ্যাসিড পুড়িয়েছে মুখ। কেড়ে নিয়েছে একটা চোখ। কিন্তু ১৯ বছরের রেশমা বানো কুরেশির মনের জোর ভাঙতে পারেনি। আর সেই মনের জোরে ভর করেই নিউ ইয়র্কের একটি ফ্যাশন শো-এর র‌্যাম্পে হাঁটলেন রেশমা। ২০১৪ সালে মুম্বইয়ের বাসিন্দা রেশমার মুখে অ্যাসিড ছোড়ে তাঁরই কিছু আত্মীয়।

Advertisement
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৯
Share:

ছবি: এএফপি।

অ্যাসিড পুড়িয়েছে মুখ। কেড়ে নিয়েছে একটা চোখ। কিন্তু ১৯ বছরের রেশমা বানো কুরেশির মনের জোর ভাঙতে পারেনি। আর সেই মনের জোরে ভর করেই নিউ ইয়র্কের একটি ফ্যাশন শো-এর র‌্যাম্পে হাঁটলেন রেশমা। ২০১৪ সালে মুম্বইয়ের বাসিন্দা রেশমার মুখে অ্যাসিড ছোড়ে তাঁরই কিছু আত্মীয়। নিউ ইয়র্কে শো-এর পরে উচ্ছ্বসিত রেশমা বলেন, ‘‘আশা করছি, আমার এই পদক্ষেপ অন্য অ্যাসিড আক্রান্তদের মনোবল বাড়াবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement