Tamil Nadu Stampede

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারপিছু ২০ লক্ষ টাকা দিলেন বিজয়, দীপাবলি উদ্‌যাপন থেকে দূরে থাকার পরামর্শ

টিভিকে-র তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুর পাঁচ জেলার ৩৮টি পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ জমা দেওয়া হয়েছে। তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১২:৫২
Share:

তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়। — ফাইল চিত্র।

তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করলেন তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়। টিভিকে-র তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুর পাঁচ জেলার ৩৮টি পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই অর্থ জমা দেওয়া হয়েছে। তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে।

Advertisement

গত ২৭ সেপ্টেম্বর করুরে বিজয়ের দল টিভিকে-র সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। তাতে ৪১ জন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হন। দুর্ঘটনার পর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন বিজয়। যদিও এখনও পর্যন্ত বিজয়কে ওই পরিবারগুলির সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি তামিলনাড়ুর সরকার, দাবি টিভিকে-র। দলের তরফে জানানো হয়েছে, অনুমতি পেলেই বিজয় যাবেন ভুক্তভোগী পরিবারগুলির সঙ্গে দেখা করতে।

কারুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল তামিলভূমের রাজনীতি। উঠেছে টিভিকে এবং বিজয়ের ভূমিকা নিয়ে প্রশ্নও। অভিযোগ, ঘটনার পর নিহত বা আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি তারা। ঘটনার পর উদাসীনতার পরিচয় দিয়েছে টিভিকে। সুপ্রিম কোর্টেও এই বিষয়টি উঠেছে। শীর্ষ আদালত, এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

Advertisement

অন্য দিকে, এ বছর দীপাবলি উদ্‌যাপনের আনন্দে দলীয় কর্মীদের গা ভাসাতে নিষেধ করেছে টিভিকে। বিজয়ের পরামর্শেই দলীয় কর্মীদের এই কথা জানিয়েছেন টিভিকে-র শীর্ষ নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement