Digital Arrest

এনআইএ অফিসার পরিচয়ে বৃদ্ধকে এক সপ্তাহ ধরে ‘ডিজিটাল গ্রেফতার’ মহারাষ্ট্রে! দেড় কোটি টাকা হাতিয়ে নিল অপরাধীরা

তদন্তকারীরা জানতে পেরেছেন, সপ্তাহখানেক আগে পুণের ওই বৃদ্ধের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। তাঁকে প্রথমে জানানো হয়, লখনউ পুলিশের সন্ত্রাসদমন শাখা থেকে ফোন করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১১:৪৩
Share:

প্রতীকী ছবি।

দেশে প্রতি দিন কোনও না কোনও প্রান্তে ‘ডিজিটাল গ্রেফতার’-এর ঘটনা প্রকাশ্যে আসছে। সম্প্রতি মহারাষ্ট্রের একটি ঘটনা ঘটেছে। এক বৃদ্ধকে এক সপ্তাহ ধরে ‘ডিজিটাল গ্রেফতার’ করে রাখার অভিযোগ ওঠে। তাঁর কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

তদন্তকারীরা জানতে পেরেছেন, সপ্তাহখানেক আগে পুণের ওই বৃদ্ধের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। তাঁকে প্রথমে জানানো হয়, লখনউ পুলিশের সন্ত্রাসদমন শাখা থেকে ফোন করা হচ্ছে। এক জঙ্গি ধরা পড়েছে। জঙ্গির কাছ থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট উদ্ধার হয়েছে, সেটি ওই বৃদ্ধের। ফলে জঙ্গিযোগে তাঁকে গ্রেফতার করার প্রস্তুতি চলছে। এমন একটি ফোন পেয়ে ঘাবড়ে যান বছর সত্তরের ওই বৃদ্ধ। কিন্তু বিষয়টিতে খুব একটা গুরুত্ব দিতে চাননি তিনি।

প্রথম দিন এটিএস অফিসারের পরিচয় দিয়ে ফোন এসেছিল। দ্বিতীয় দিন থেকে লাগাতার ফোন আর হুমকি আসতে শুরু করে বলে জানিয়েছেন বৃদ্ধ। তাঁকে ভিডিয়ো কল করা হয়। জানানো হয়, বিষয়টি এখন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে। তারাই তদন্ত করছে। তার পরই এনআইএ অফিসারের পরিচয় দিয়ে ফোন আসতে শুরু করে বৃদ্ধের কাছে। তাঁকে গ্রেফতারির ভয় দেখিয়ে ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা। তার পর কয়েক দফায় বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement