পাশ আদিত্য সচদেব

গয়ায় বিধায়ক-পুত্রের গুলিতে নিহত দ্বাদশ শ্রেণির ছাত্র আদিত্য সচদেব সিবিএসই পরীক্ষায় ৭০ শতাংশ নম্বর পেয়েছে। নাজারথ অ্যাকাডেমির ছাত্র আদিত্যকে ৭ মে গুলি করে মারার অভিযোগ ওঠে জেডিইউ বিধায়ক মনোরমা দেবীর ছেলে রকি যাদবের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:১৭
Share:

গয়ায় বিধায়ক-পুত্রের গুলিতে নিহত দ্বাদশ শ্রেণির ছাত্র আদিত্য সচদেব সিবিএসই পরীক্ষায় ৭০ শতাংশ নম্বর পেয়েছে। নাজারথ অ্যাকাডেমির ছাত্র আদিত্যকে ৭ মে গুলি করে মারার অভিযোগ ওঠে জেডিইউ বিধায়ক মনোরমা দেবীর ছেলে রকি যাদবের বিরুদ্ধে। পুলিশ রকি, তাঁর মা মনোরমাদেবী এবং বাবা বিন্দি যাদবকে গ্রেফতার করে। পরীক্ষার ফল জেনে ফের কান্নায় ভেঙে পড়েন আদিত্যের মা, বাবা, অন্য পরিজনেরা। নিহত ওই ছাত্রের বন্ধুরা জানিয়েছেন, উচ্চমাধ্যমিক পাশ করার পরে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল আদিত্যের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement