লালকৃষ্ণ আডবাণীর স্ত্রী প্রয়াত

চলে গেলেন কমলা আডবাণী। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর স্ত্রী কমলা। দিল্লির এইমস হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়। আজ সকালেই তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বয়স হয়েছিল আশির কিছু বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ১৯:৩২
Share:

চলে গেলেন কমলা আডবাণী। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর স্ত্রী কমলা। দিল্লির এইমস হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়। আজ সকালেই তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বয়স হয়েছিল আশির কিছু বেশি। গত ডিসেম্বর মাসেও গুরুতর শ্বাসকষ্ট নিয়ে কমলা আডবাণী হাসপাতালে ভর্তি ছিলেন।

Advertisement

২০১৪ সালে ৫০ বছরের বিবাহিত জীবন পূর্ণ করেন আডবাণী দম্পতি। তাঁদের এক ছেলে এবং এক মেয়ে আছে।

কমলা আডবাণীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী সহ আরও অনেকে। টুইটারে মোদী লিখেছেন, ‘‘কমলা আডবাণীর প্রয়াণে গভীরভাবে ব্যথিত। কার্যকর্তাদের তিনি সব সময় অনুপ্রেরণা দিতেন এবং এলকে আডবাণীজির শক্তির স্তম্ভ ছিলেন তিনি।’’

Advertisement

আরও পড়ুন:

সঙ্ঘ-সীমা লঙ্ঘন না করেই মুসলিম মন ছোঁয়ার চেষ্টায় মোদী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement