শপথে গরহাজির আডবাণী-সুষমা

শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকলেন না লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ। এলেন না বিরোধী দলের কোনও নেতাও। বিজেপি সূত্রের অবশ্য খবর, পারিবারিক কারণে আডবাণী শহরের বাইরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ১৫:১৬
Share:

শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকলেন না লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ। এলেন না বিরোধী দলের কোনও নেতাও। বিজেপি সূত্রের অবশ্য খবর, পারিবারিক কারণে আডবাণী শহরের বাইরে। আর সুষমা নিজেই টুইট করে জানিয়েছেন, হাঙ্গেরির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য তিনি যেতে পারেননি। সংবাদমাধ্যম যেন প্রচার না করে, ‘সুষমা মন্ত্রিসভার সম্প্রসারণে গেলেন না’। কংগ্রেস গোড়া থেকেই মোদীর সম্প্রসারণের যুক্তির বিরোধিতা করছেন। অতীতে তা-ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে দেখা যেত। কিন্তু এ বারে তিনিও গরহাজির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement