Delhi

দীপাবলির দূষণে রাশ কলকাতা ও মুম্বইয়ে, বাজির দাপটে ‘আঁধার’ নামল দিল্লিতে

দীপাবলির রাত। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। কিন্তু, তার সঙ্গেই জড়িয়ে গিয়েছে তীব্র দূষণের আশঙ্কাও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১১:১০
Share:

দিল্লিতে বাজি পোড়ানো। ছবি: রয়টার্স

উৎসবের মরসুমে আনন্দের সঙ্গে সঙ্গী ছিল দূষণ নিয়ে উৎকণ্ঠাও। সেই পরীক্ষায় এ বছর এখনও পর্যন্ত উতরে গেল কলকাতা। তবে, দূষণ নিয়ে এত সতর্কতা সত্ত্বেও তা মাত্রা ছাড়িয়েছে দেশের রাজধানী দিল্লিতে।

Advertisement

দীপাবলির রাত। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। কিন্তু, তার সঙ্গেই জড়িয়ে গিয়েছে তীব্র দূষণের আশঙ্কাও। শব্দবাজির কানফাটানো আওয়াজ আর বিষ বাতাস কি এ বারও ভবিতব্য? এই আশঙ্কা অবশ্য উড়িয়ে দিয়েছে কলকাতা। রবিবার দীপাবলির রাত পেরনোর পর সোমবার কলকাতায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২০০ ছাড়ায়নি। তা কিছুটা স্বস্তিদায়ক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একই ছবি বাণিজ্য নগরী মুম্বইয়েরও। সেখানেও এয়ার কোয়ালিটি ইনডেক্স ২০০-র নীচেই ঘোরাফেরা করেছে।

গত বছর অবশ্য কলকাতার দূষণের মাত্রার ছবিটা এমন ছিল না। কিন্তু, উৎসবের প্রাক মুহূর্ত থেকে দূষণের বিরুদ্ধে লাগাতার প্রচারে নামে কলকাতা পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শব্দবাজির দৌরাত্ম্য রুখতে দীপাবলির আগে থেকেই ময়দানে নেমেছিল পুলিশ। কলকাতা ও বিভিন্ন জেলায় নাকা চেকিং ও তল্লাশি চালানো হয়। তাতে প্রচুর নিষিদ্ধ শব্দবাজিও উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও, শব্দবিধি ভাঙলে জেল বা জরিমানার মতো শাস্তিও অনেকটা প্রভাব ফেলেছে। ফলে, দীপাবলির রাতে যেখানে কলকাতাবাসীর সাধারণত কান ঝালাপালা হওয়ার জোগাড় হয়, সেখানে রবিবারের রাত অনেকটাই ‘শান্ত’ ছিল।

Advertisement

ধোঁয়ায় ঢেকেছে গাজিয়াবাদের আকাশ। ছবি: রয়টার্স

আরও পড়ুন: কুকুরের মতো মরেছে বাগদাদি, বেশ কয়েক ঘণ্টার জল্পনার পর ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

কিন্তু, উদ্বেগের ছবি ধরা পড়েছে দেশের রাজধানীতে। বায়ুদূষণ নিয়ে এমনতিতেই জেরবার দিল্লিবাসী। এ বারের দীপাবলিতেও সেই ‘রেওয়াজ’ বহাল রইল। দিল্লি সরকারের নানা প্রচার সত্ত্বেও এ বারও দূষণের গেরো থেকে কাটিয়ে উঠতে পারেনি দিল্লি। রবিবার দীপাবলির রাতে কানাফাটানো আওয়াজ এবং বাজি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের জেরে সোমবার মাত্রা ছাড়িয়েছে দিল্লির একিউআই। দীপাবলির পরের দিন সকালে দিল্লি ও নয়ডার গড় একিউআই নেমে যায় যথাক্রমে ৩০৬ ও ৩৫৬-তে, যা ‘ভেরি পুওর’ বা খুব খারাপ মাত্রায়। গুরুগ্রামের গড় একিউআই-ও পৌঁছে যায় ২৭০-তে, যা ‘পুওর’ অর্থাৎ খারাপ বলেই ধরা হয়।

দূষণে লাগাম পরাতে নির্দিষ্ট সীমার মধ্যে থাকা বাজি পোড়ানোর জন্য দু’ঘণ্টার ছাড় এ বারও দিয়েছিল দিল্লি প্রশাসন। কিন্তু, মালব্যনগর, লাজপত নগর, কৈলাস হিলস, জঙ্গপুরা, বুরারি, লক্ষ্মীনগর-সহ বহু জায়গা থেকেই সেই সীমা অতিক্রম করে বাজি পোড়ানোর অভিযোগ উঠেছে। একই ছবি দেখা গিয়েছে গাজিয়াবাদেও। যার তীব্র প্রভাব পড়েছে দিল্লির বাতাসে। ফল ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকেও। এ দিন ভোর চারটে নাগাদ দিল্লির একিউআই একসময় সর্বোচ্চ ৯৯৯-তে পৌঁছে যায়। সকাল সাতটা নাগাদ অবশ্য তা কিছুটা নেমে দাঁড়ায় ৫০৬-তে।

আরও পড়ুন: দীপাবলিতে নিয়ন্ত্রণরেখায় এবার প্রধানমন্ত্রীর মুখেও পাক অধিকৃত কাশ্মীর

গতবার দীপাবলির পর দিল্লির সর্বোচ্চ একিউআই পৌঁছেছিল ৬০০-তে, যা নিরাপদ অবস্থানের চেয়ে ১২ গুণ বেশি বলেই ধরেন বিশেষজ্ঞরা। শেষবার, ২০১৭ সালে দিল্লির একিউআই ছিল ৩৬৭। তার পর থেকে তাতে অবশ্য আর লাগাম পরানো যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন