National News

বিজেপিতে যোগ দিয়েই শীলা-মাকেনকে তীব্র কটাক্ষ অরবিন্দর সিংহের

বিজেপিতে যোগ দেওয়ার পর নিজের পুরনো নেত্রীকে ‘কংগ্রেসের উপর বোঝা’ আখ্যা দিলেন দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরবিন্দর সিংহ লাভলি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে বুধবার তীব্র আক্রমণ করলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ২৩:৪৫
Share:

বিজেপিতে যোগ দেওয়ার পর পুরনো দলের নেতাদের তীব্র সমালোচনা শোনা গেল অরবিন্দর সিংহ লাভলির মুখে। —ফাইল চিত্র।

বিজেপিতে যোগ দেওয়ার পর নিজের পুরনো নেত্রীকে ‘কংগ্রেসের উপর বোঝা’ আখ্যা দিলেন দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরবিন্দর সিংহ লাভলি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে বুধবার তীব্র আক্রমণ করলেন তিনি। প্রবীণ নেত্রী এখন আসলে কংগ্রেসের বোঝা, মন্তব্য লাভলির। দিল্লির পৌর নির্বাচনে শীলা কংগ্রেসের জন্যই কিছুই করছেন না বলেও লাভলি মন্তব্য করেছেন। দিল্লি প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি অজয় মাকেনেরও কড়া সমালোচনা শোনা গিয়েছে দলত্যাগী নেতার মুখে।

Advertisement

মঙ্গলবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেল দিল্লির দাপুটে কংগ্রেস নেতা অরবিন্দর সিংহ লাভলি। দিল্লি প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি অমিত মালিকও লাভলির সঙ্গেই বিজেপিতে চলে গিয়েছেন। অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা। লাভলি বিজেপিতে গিয়ে দলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে শীলা দিক্ষিত মঙ্গলবার মন্তব্য করেছিলেন। নিজের পুরনো নেত্রীকে বুধবার পাল্টা আক্রমণ করলেন লাভলি।

অরবিন্দর সিংহ লাভলি বুধবার বলেছেন, ‘‘দিল্লির পৌর নির্বাচনের প্রচার থেকে শীলা দীক্ষিত অনেক দূরে এবং তিনি এখন তাঁর দলের কাছে বোঝা হয়ে গিয়েছেন।’’

Advertisement

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এখন কংগ্রেসের বোঝা, মন্তব্য করেছেন লাভলি। —ফাইল চিত্র।

দিল্লি প্রদেশ কংগ্রেসের বর্তমান সবাপতি অজয় মাকেনকেও এ দিন আক্রমণ করেছেন অরবিন্দর সিংহ লাভলি। দলের জন্য পরিশ্রম করার কোনও ইচ্ছাই নেই মাকেনের, তিনি সব সময় ‘আরাম’ খোঁজেন। মন্তব্য লাভলির। সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতার কথায়, ‘‘দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি রাতের পর রাত বস্তিতে কাটাচ্ছেন, আর অজয় মাকেন লোদি গার্ডেনে প্রচার করছেন, যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন