Sushil Chandra

সুনীলের জায়গায় আসছেন সুশীল, ভোটের মধ্যেই মেয়াদ শেষ মুখ্য নির্বাচন কমিশনারের

পাঁচ রাজ্যের ভোটপর্ব শেষ হওয়ার আগেই মুখ্য নির্বাচন কমিশনার অবসর নিতে চলেছেন, এর ফলে কমিশনের কাজে ধারাবাহিকতা বিঘ্নিত হতে পারে কি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৪৮
Share:

নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন সুশীল চন্দ্র। ছবি সংগৃহীত।

পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করলেও, ফলপ্রকাশের আগেই অবসর নিতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সব ঠিক থাকলে অরোরার কাছ থেকে দায়িত্ব নিতে চলেছেন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। সাধারণত ভোট ঘোষণার দিন ও ফল প্রকাশের দিন সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী কমিশনার। কিন্তু ভোটের মাঝখানে, ১৩ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হচ্ছে। ফলে শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে তাঁর শেষ সাংবাদিক বৈঠক ছিল। তাই স্মৃতিমেদুর অরোরা কর্মজীবনের প্রান্তে এসে তাঁর মায়ের প্রিয় একটি উর্দু শায়ের শোনান সাংবাদিকদের। সাংবাদিক বৈঠকের মঞ্চ কার্যত তাঁর বিদায়ের মঞ্চে পরিণত হয়।

Advertisement

অনেকেরই প্রশ্ন, পাঁচ রাজ্যের ভোটপর্ব শেষ হওয়ার আগেই মুখ্য নির্বাচন কমিশনার অবসর নিতে চলেছেন,এর ফলে কমিশনের কাজে ধারাবাহিকতা বিঘ্নিত হতে পারে কি? কমিশন সূত্রের খবর, কমিশনে তো সার্বিক বদল হচ্ছে না আর সব ঠিকঠাক থাকলে এখন নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত নির্বাচন কমিশনার সুশীলই মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পেতে পারেন। আর অরোরা অবসর নেবেন, তা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে ধারাবাহিকতায় ছেদ পড়ার আশঙ্কা খুব নেই। চন্দ্র ১৯৮০ সালের ক্যাডার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার। মহারাষ্ট্রের পর গুজরাতে ডিজি(তদন্ত)-র দায়িত্ব পালন করেছেন তিনি। তবে চন্দ্র আগামী বছর অবসর নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন