‘যুধিষ্ঠিরের’ পরে এ বার ‘রামের’ পালা। রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অরুণ গোভিল বিজেপিতে যোগ দিচ্ছেন। দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, বিহার ভোটের আগেই অরুণ দলে যোগ দেবেন। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
এর আগে বি আর চোপড়ার ‘মহাভারত’ সিরিয়ালে যুধিষ্ঠিরের ভূমিকায় অভিনয় করা গজেন্দ্র চৌহানও বিজেপিতে যোগ দিয়েছেন।