প্রতীকী ছবি।
ফের শিশু ধর্ষণের ঘটনা। এ বার গাজিয়াবাদে।
অভিযোগ, পূর্ব দিল্লির গাজিপুর থেকে একটি ১১ বছরের বালিকাকে মাদ্রাসায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এক কিশোর। ধর্ষিতাকে এক দিন আটকেও রাখা হয় ওই মাদ্রাসায়। পুলিশ গিয়ে উদ্ধার করে ধর্ষিতাকে।
ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ার পর ১৭ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয়েছে। তাকে জেরা করছে পুলিশ। ওই ঘটনায় মাদ্রাসার ভূমিকা নিয়ে ধর্ষিতার পরিবারের তরফে অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসার এক মৌলবিকেও জেরা করা হচ্ছে।
শনিবার বাজার করতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বালিকাটির বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। তার এক দিন পর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ও বালিকাটির মোবাইল ফোন-কলের রেকর্ড পরীক্ষা করে জানতে পারে অভিযুক্ত একটি মাদ্রাসায় নিয়ে গিয়েছে বালিকাটিকে। সেই সূত্র ধরেই ওই মাদ্রাসা থেকে পুলিশ উদ্ধার করে বালিকাটিকে। ধৃত কিশোরটিকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। কিন্তু মাদ্রাসার মৌলবিকে এখনও গ্রেফতার করা হয়নি বলে ধর্ষিতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাজিপুরের আগে ওই বালিকা ও তার পরিবার গাজিয়াবাদে থাকত। সেখানে অভিযুক্তের সঙ্গে আলাপ-পরিচয় ছিল বালিকাটির পরিবারের।
দিল্লি পুলিশের ইস্টার্ন রিজিওনের যুগ্ম কমিশনার রবীন্দ্র যাদব বলেছেন, ‘‘তদন্ত ঠিক পথেই এগবে বলে ধর্ষিতার পরিবারকে আমরা জানিয়েছি। অপরাধীরা কেউই রেহাই পাবে না।’’