কনভয়ে জঙ্গি হামলার পর বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি সেনার। শনিবার পাম্পোরে। ছবি: পিটিআই।
কাশ্মীরে ফের সেনার উপরে হামলা চালাল জঙ্গিরা। আজ শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক পেরনোর সময় পুলওয়ামা জেলার পাম্পোরে সেনা কনভয়ে হানায় নিহত হয়েছেন তিন জওয়ান। পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরে গত আড়াই মাসে ভূস্বর্গে জঙ্গি হানায় এ নিয়ে নিহত হলেন প্রায় পঁচিশ জন জওয়ান।
উরি, বারামূলা, নাগরোটার মতো সেনাঘাঁটিতে হামলার পাশাপাশি চলতি বছরে বার বার কনভয়েও হামলা চালিয়েছে জঙ্গিরা। ফেব্রুয়ারিতে পাম্পোরেই একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সেনা কনভয় আক্রমণ করে তিন জঙ্গি। এর পর ওই প্রতিষ্ঠানের মূল ফটকের কাছে গ্রেনেড ফাটিয়ে ভিতরে ঢুকে পড়ে তারা। প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৪৮ ঘণ্টা ধরে চলা সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হন পাঁচ জওয়ান ও এক জন স্থানীয় বাসিন্দা। খতম করা হয় হামলকারী তিন জঙ্গিকেই। ৯ মাসের মাথায় সেই পাম্পোরেই ফের কনভয়ে হামলা চালাল জঙ্গিরা।
সূত্রের খবর, আজ দুপুরে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সেনার একটি কনভয়। কাদবাল এলাকায় মোটরবাইকে এসে কনভয় লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। সেনার দাবি, দুপুরবেলা কাদবালের রাস্তায় স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল। ফলে জঙ্গিদের ঠিক মতো জবাব দিতে পারেননি জওয়ানরা। হামলাকারীরা ভিড়ের সঙ্গে মিশে পালিয়ে যায়। তাদের খোঁজে আশপাশের এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
গোয়েন্দাদের মতে, সেনাকে আক্রমণ করার জন্য শ্রীনগর-জম্মু সড়ককে বিশেষ ভাবে বেছে নিয়েছে জঙ্গিরা। এ নিয়ে ওই সড়কে পাঁচ বার হামলা চালানো হল। কারণ, কাশ্মীর থেকে জম্মু যাতায়াতের জন্য একটি রাস্তাই ব্যবহার করে সেনা।
আবার এই পথ দিয়েই রসদ পৌঁছে দেওয়া হয় শ্রীনগরের ১৫টি সেনাঘাঁটিতে।