Gujarat

Gujarat: নিয়োগের ভিড়ে লাঠি গুজরাতে

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’-এর রেডিয়ো বার্তায় বলেছেন, ভারতের আর্থিক বৃদ্ধির কাহিনি এখন নতুন মোড় নিচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৭:২২
Share:

ফাইল চিত্র।

জেলার নাম বনাসকাণ্ঠা। রাজ্যের নাম গুজরাত। নরেন্দ্র মোদী, অমিত শাহের রাজ্য।

Advertisement

সেই বনাসকাণ্ঠায় গ্রাম রক্ষা দলে কাজ পেতে হাজার হাজার বেকার যুবক এমন ভিড় করলেন যে পুলিশকে লাঠি চালাতে হল। কাল বনাসকাণ্ঠার পালনপুরে এই ঘটনার ভিডিয়ো এখন ফেসবুক-টুইটারে ‘ভাইরাল’। বিরোধীরা বলছেন, এই ঘটনা থেকেই স্পষ্ট যে মোদী-শাহের নিজের রাজ্য গুজরাত থেকে গোটা দেশে বেকারত্বের সমস্যা কতখানি গভীরে।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’-এর রেডিয়ো বার্তায় বলেছেন, ভারতের আর্থিক বৃদ্ধির কাহিনি এখন নতুন মোড় নিচ্ছে। মানুষ এখন চাকরি খোঁজার কথা ভাবছে না। তাঁরা এখন চাকরি তৈরি করছেন। অন্যকে চাকরি দিচ্ছেন। তাঁর যুক্তির পক্ষে প্রধানমন্ত্রী দেশে স্টার্ট-আপের উত্থানের উদাহরণ দিয়ে বলেছেন, ‘‘দেশে এখন ৭০টি ১০০ কোটি ডলার মূল্যের স্টার্ট-আপ সংস্থা বা ‘ইউনিকর্ন’ রয়েছে।’’

Advertisement

প্রধানমন্ত্রীর কথার সঙ্গে অবশ্য তাঁর রাজ্যেরই ছবি মিলছে না বলে বিরোধীদের কটাক্ষ। বনাসকাণ্ঠা পুলিশ কিছু দিন আগে গ্রাম রক্ষা দলের ৬০০ পদে নিয়োগ হবে বলে বিজ্ঞাপন প্রকাশ করেছিল। কোনও পাকা চাকরি নয়। ২৩০ টাকা দৈনিক ভাতায় গ্রাম রক্ষা দলের কর্মীদের পঞ্চায়েত স্তরে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োগ করা হয়। শুধু পালনপুর এলাকাতেই সেই চাকরির জন্য আবেদন জানাতে হাজারে হাজারে বেকার যুবক হাজির হয়েছিলেন।

কংগ্রেসের অভিযোগ, মোদী জমানাতেই নোট বাতিলের পরে দেশে বেকারত্বের হার ৪৫ বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। মোদী সরকার সেই সরকারি সমীক্ষা ধামাচাপা দিয়ে রেখেছিল। সব রকম বেকারত্বের সমীক্ষাই ভুল বলে দাবি করেছিল। মোদীর রাজ্যের ছবিই বলে দিল, বেকারত্বের ছবি ভুল নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement