হাসপাতালে ধর্না আমসুর

করিমগঞ্জ জেলার কালীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন অব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল আমসু। আজ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ধর্না দিয়ে প্রতিবাদ জানান তাদের সমর্থকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ০২:৪৫
Share:

করিমগঞ্জ জেলার কালীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন অব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল আমসু। আজ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ধর্না দিয়ে প্রতিবাদ জানান তাদের সমর্থকরা। তাঁদের অভিযোগ, ‘‘স্বাস্থ্য কেন্দ্রে চার জন চিকিত্সক থাকা সত্ত্বেও তাঁরা সময় মতো আসেন না। এ ছাড়া, স্বাস্থ্য কেন্দ্রটি নিয়মিত সাফ-সুতরো করা হয় না। যার জন্য নোংরা পরিবেশে রোগীদের থাকতে হয়। আমসু নেতৃত্বের বক্তব্য, এ বিষয়ে বার বার অভিযোগ জানালেও কোনও ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় না। বাধ্য হয়ে তাঁরা আজ ধর্নায় বসেছেন। ধর্নার পাশাপাশি তারা স্বাস্থ্য কেন্দ্রটিতে তালাও ঝুলিয়ে দেন। পরে নিলামবাজারের সার্কেল অফিসার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তালা খোলার ব্যবস্থা করেন। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও চিকিত্সকদের নিয়মিত হাজিরার ব্যাপারেও তিনি আশ্বাস দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement