হবু বাবা-মা রণদীপ হুডা, লিন লৈশরাম। ছবি: ইনস্টাগ্রাম।
সব ঠিক থাকলে নতুন বছরের মার্চ মাসে সন্তান ভূমিষ্ঠ হবে। স্বাভাবিক ভাবেই উত্তেজিত রণদীপ হুডা-লিন লৈশরাম। তার আগে হঠাৎই বিষাদের সুর অভিনেতার স্ত্রীর কণ্ঠে। ২০২৫-এর শুরুর দিকের একটি ঘটনা বারবার মনে পড়ছে তাঁর।
চলতি বছরের শুরুতে প্রথম অন্তঃসত্ত্বা হয়েছিলেন লিন। খুশিতে ফেটে পড়েছিলেন অভিনেতা দম্পতি। কিন্তু সেই খুশি বেশি দিন স্থায়ী হয়নি।
লিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “বিষয়টি আমাদের কাছে খুব সহজ ছিল না। কারণ, চলতি বছরের শুরুতে আমাদের প্রথম সন্তান আসার কথা ছিল। গর্ভপাত হওয়ায় আমরা তাকে হারাই। শারীরিক এবং মানসিক দিক থেকে সেই সময়ে খুব ভেঙে পড়েছিলাম। নিজেদের সামলে উঠতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল। ফের আমাদের কোলে সন্তান আসছে। আমরা খুশি।”
লিন আরও জানিয়েছেন, চিকিৎসকের মতে, ২০২৬ সালের মার্চে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হবে। রণদীপের সঙ্গে তিনি সন্তানের ঘর সাজাতে ব্যস্ত। পাশাপাশি, হবু মা-বাবা সন্তানের নাম নিয়েও আলোচনা শুরু করে দিয়েছেন। বেশ কিছু নাম ইতিমধ্যেই বেছেছেন। তবে চূড়ান্ত হয়নি কিছুই। পাশাপাশি, ভাল মা হতে গেলে কী কী করতে হবে সেই বিষয়ের উপরে একাধিক বই লিনকে এনে দিয়েছেন রণদীপ। আপাতত এ সব নিয়েই ব্যস্ত দম্পতি।