কলেজের প্রবেশপথে তালা ঝুলিয়ে দিল পড়ুয়ারা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আজও উত্তেজনা ছিল করিমগঞ্জ কলেজে। গেটে তালা ঝুলিয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদেরসদস্যরা (এবিভিপি)। এ দিন ছিল ছাত্র সংসদ নির্বাচন। কলেজ কর্তৃপক্ষ সেটি বাতিল ঘোষণা করেন। এবিভিপি-র অভিযোগ, নির্বাচন বাতিলের পিছনে শাসক দলের মদত রয়েছে।