লণ্ঠন হাতে বিক্ষোভ বিজেপির

রাস্তায় বৈদ্যুতিক আলো নেই, সে দিকে করিমগঞ্জে নবগঠিত কংগ্রেস পুরবোর্ডের নজর টানতে লণ্ঠন হাতে বিক্ষোভ দেখাল বিজেপি। রাস্তার বিদ্যুৎস্তম্ভে তা ঝুলিয়ে দেওয়া হয়। দলের বক্তব্য, শহরের রাস্তাঘাটে বিদ্যুতের আলো বসাতে ১৫ লক্ষ টাকার জিনিস কিনেছিল পুরসভা। কিন্তু একটি স্তম্ভেও আলো লাগানো হয়নি। সে জন্য করিমগঞ্জের অন্ধকার অলিগলিতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০৩:০৬
Share:

রাস্তায় বৈদ্যুতিক আলো নেই, সে দিকে করিমগঞ্জে নবগঠিত কংগ্রেস পুরবোর্ডের নজর টানতে লণ্ঠন হাতে বিক্ষোভ দেখাল বিজেপি। রাস্তার বিদ্যুৎস্তম্ভে তা ঝুলিয়ে দেওয়া হয়।

Advertisement

দলের বক্তব্য, শহরের রাস্তাঘাটে বিদ্যুতের আলো বসাতে ১৫ লক্ষ টাকার জিনিস কিনেছিল পুরসভা। কিন্তু একটি স্তম্ভেও আলো লাগানো হয়নি। সে জন্য করিমগঞ্জের অন্ধকার অলিগলিতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। গর্তে পা ভাঙছে অনেকের। বাড়ছে অসামাজিক কাজকর্ম।

রাস্তায় দ্রুত বিদ্যুতের আলো লাগানোর দাবিতে বিক্ষোভ দেখান শহরের ৪ ও ২৩ নম্বর ওয়ার্ডের পুরসদস্যরা। করিমগঞ্জ পুরসভার কংগ্রেস উপ-প্রধান পার্থসারথি দাস আন্দোলনকে অনৈতিক বলে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘‘পুরসদস্যরা এ ভাবে পুরসভার বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ দেখাতে পারেন না। আলোর সরঞ্জাম ক্রয়ের বিষয়ে তদন্ত করা হবে। তবে, বর্তমান পুরবোর্ডের আমলে সেগুলি কেনা হয়নি।’’ তিনি জানিয়েছেন, ১০০টি আলো এখন পুরসভার হাতে রয়েছে। সেগুলি শহরের বিভিন্ন ওয়ার্ডে লাগানো হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন