Agnipath

Agnipath Scheme: অগ্নিপথের জন্য সেনায় স্থায়ী নিয়োগ বন্ধ? দিল্লি হাই কোর্টে গৃহীত শুনানির আর্জি

কোভিড পরিস্থিতির কারণে গত দু’বছরের বেশি সময় ধরে ভারতীয় সেনার তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়মিত নিয়োগ বন্ধ রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৮:২৮
Share:

দিল্লি হাই কোর্ট শুনবে অগ্নিপথ মামলা। ফাইল চিত্র।

অগ্নিপথ প্রকল্প চালুর পরে ভারতীয় সশস্ত্র বাহিনীতে স্থায়ী নিয়োগ অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অবিলম্বে সেনায় স্থায়ী নিয়োগের প্রক্রিয়া শুরুর দাবিতে একটি আবেদন জানানো হয়েছিল দিল্লি হাই কোর্টে। মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে। প্রসঙ্গত, মঙ্গলবারই সুপ্রিম কোর্ট অগ্নিপথ সংক্রান্ত মামলাগুলি শুনানির ভার দিয়েছে দিল্লি হাই কোর্টকে।

Advertisement

দিল্লি হাই কোর্টে আবেদনকারী রাহুল জানিয়েছেন ২০২০ সালের জুলাই মাসে হরিয়ানার সেনা নিয়োগ কেন্দ্রের একটি বিজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি সৈনিক (জেনারেল ডিউটি) পদের জন্য আবেদন করেছিলেন। ওই পদ ছাড়াও অন্যান্য প্রার্থীরা সেনাবাহিনীতে প্রযুক্তিগত বিভাগ, নার্সিং সহকারী, ভেটেরিনারি, ক্লার্ক, স্টোর কিপার-সহ বিভিন্ন বিভাগে চাকরির জন্য আবেদন জানান। শারীরিক সক্ষমতা এবং মেডিক্যাল পরীক্ষাও হয়ে গিয়েছিল। কিন্তু সেই নিয়োগ হয়নি এখনও।

বস্তুত, কোভিড পরিস্থিতির কারণে গত দু’বছরের বেশি সময় ধরে ভারতীয় সেনার তিন শাখার (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়মিত নিয়োগ বন্ধ রয়েছে। অগ্নিপথ প্রকল্পে ‘চুক্তিভিত্তিক সেনা’ নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় সশস্ত্র বাহিনীতে স্থায়ী নিয়োগে পাকাপাকি ইতি টানা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের হাই কোর্ট কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন