National Movie

সিবিআই-এর ঘোর আপত্তি সত্ত্বেও অগুস্তা কাণ্ডে জামিন এসপি ত্যাগীর

অগুস্তা-ওয়েস্টল্যাল্ড কাণ্ডে জামিন পেলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী। তবে আপাতত দিল্লির বাইরে যেতে পারবেন না তিনি, নির্দেশ বিশেষ সিবিআই আদালতের।

Advertisement
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৬ ১৪:৫৬
Share:

এস পি ত্যাগী। ছবি: সংগৃহীত।

অগুস্তা-ওয়েস্টল্যাল্ড কাণ্ডে জামিন পেলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী। তবে আপাতত দিল্লির বাইরে যেতে পারবেন না তিনি, নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। ত্যাগীকে তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত।

Advertisement

এস পি ত্যাগী ছাড়াও এই মামলায় গ্রেফতার হয়েছিলেন সঞ্জীব ত্যাগী এবং গৌতম খৈতান। তাঁরাও জামিনের আবেদন জানিয়েছেন। সেই আবেদন গ্রাহ্য হবে কি না, তা ৪ জানুয়ারি জানানো হবে।

আরও পড়ুন: নোট দুর্ভোগ কাটবে কবে মুখে কুলুপ মোদীর

Advertisement

ইউরোপীয় সংস্থা অগুস্তা-ওয়েস্টল্যাল্ডের কাছ থেকে ভিভিআইপি চপার কেনার যে চুক্তি ইউপিএ আমলে হয়েছিল, তাতে বিপুল অঙ্কের ঘুষের আদানপ্রদান হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সম্প্রতি আবার নাড়াচাড়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ঘুষ নেওয়ার অভিযোগে প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীকে গত ৯ ডিসেম্বর সিবিআই গ্রেফতার করে। প্রাক্তন এই বায়ুসেনা প্রধান ছাড়াও তাঁর আত্মীয় সঞ্জীব ত্যাগী এবং দিল্লির আইনজীবী গৌতম খৈতানকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার ২০ দিনের মাথায় ত্যাগীর জামিন হল।

সিবিআই আদালতে এ দিন এসপি ত্যাগীর জামিনের আবেদনের বিরোধিতা করে। জামিন পেলে তিনি তথ্য লোপাট করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়। সিবিআইয়ের তরফে আদালতে বলা হয়ে, ‘‘যেহেতু তাঁরা বেশ প্রভাবশালী, তাই যদি তাঁরা ছাড়া পেয়ে যান, তা হলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। এমনকী সাক্ষীকেও প্রভাবিত করতে পারে।’’ তবে আদালত সিবিআই-এর দাবি মানেনি। ত্যাগী এ দিন জামিন পেয়ে গিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement