Bihar Assembly Election 2025

নির্বাচনে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ, বিহারে বিধায়ক-সহ ছয় নেতাকে বহিষ্কার করল বিজেপি

ভাগলপুরের কহলগাঁও আসনটি এ বার বিজেপি ছে়ড়ে দিয়েছে সহযোগী দল জেডিইউকে। কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন বিদায়ী বিজেপি বিধায়ক পবনকুমার যাদব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৬:১৭
Share:

ভাগলপুর জেলার কহলগাঁও বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিজেপি বিধায়ক পবনকুমার যাদব। —ফাইল চিত্র।

বিহারের বিধানসভা নির্বাচনে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সোমবার ছ’জন নেতাকে বহিষ্কার করল বিজেপি। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ভাগলপুর জেলার কহলগাঁও বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিজেপি বিধায়ক পবনকুমার যাদব।

Advertisement

কহলগাঁও আসনটি এ বার বিজেপি ছেড়ে দিয়েছে সহযোগী দল জেডিইউকে। কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন পবন। সে কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিহার বিজেপির সভাপতি দিলীপকুমার জয়সওয়াল। বহিষ্কৃত অন্য নেতারা হলেন সানি যাদব, শ্রাবণ কুশওয়াহা, উত্তম চৌধরি, মারুতি নন্দন মারুতি এবং পবন চৌধরি।

এনডিএ-র প্রার্থীদের বিরোধিতা করার অভিযোগে ওই নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ। প্রসঙ্গত, এ বার বিহারের ২৪৩টি বিধানসভা আসনে দু’দফায় ভোট হবে। ৬ নভেম্বর প্রথম দফার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ১২২টি আসনে। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। মূল লড়াই এনডিএ এবং আজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠন্ধনের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement