(বাঁ দিকে) অনিল অম্বানী এবং অশোককুমার পাল (ডান দিকে)। —ফাইল চিত্র।
অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স পাওয়ার লিমিটেডের প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টর তথা চিফ ফিনানশিয়াল অফিসার অশোককুমার পালকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির এক আদালত। গত শুক্রবার অশোককে গ্রেফতার করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। ৬৮ কোটি টাকার ভুয়ো ‘ব্যাঙ্ক গ্যারান্টি’-র ঘটনায় টাকা তছরুপের অভিযোগে অনিলের সহযোগী অশোককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারির কিছু ক্ষণ পরেই অশোক অনিলের সংস্থা থেকে ইস্তফা দেন। বৃহস্পতিবার পর্যন্ত তাঁকে ইডির হেফাজতে পাঠিয়েছিল আদালত। এ বার তাঁকে দু’দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির আদালত। ১৮ অক্টোবর আবার আদালতে হাজির করানো হবে অশোককে।
অম্বানী গ্রুপের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ এনেছে এসবিআই-সহ দেশের একাধিক ব্যাঙ্ক। কয়েক মাস আগে এই ইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অনিল। দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যাঙ্ক জালিয়াতির মামলায় পৃথক তদন্ত চালাচ্ছে আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-ও।
এর পরেই এ বিষয়ে তদন্ত শুরু করে সিবিআই। পরে আর্থিক তছরুপের বিষয়টি নিয়ে তদন্ত নামে ইডি। সেই তদন্তের সময় অনিলের সঙ্গে সম্পর্কিত একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। রিলায়্যান্স পাওয়ারের অফিসেও হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। অনিল অম্বানীকেও একাধিক বার ইডি-র জেরার মুখোমুখি হতে হয়। গত শুক্রবার গ্রেফতার করা হয় অশোককে।