Asaduddin Owaisi- Sheikh Hasina

‘হাসিনাকে দিয়েই বাংলাদেশিদের বিতাড়নের কাজ শুরু করুন’! এ বার কেন্দ্রকে খোঁচা ওয়েইসির

কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন হাসিনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ২৩:২২
Share:

(বাঁ দিকে) শেখ হাসিনা এবং আসাদউদ্দিন ওয়েইসি (ডান দিকে)। —ফাইল চিত্র।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন আসাদউদ্দিন ওয়েইসি। মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর প্রধান তথা হায়দরাবাদের সাংসদ বৃহস্পতিবার বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তা হলে তাদের পদচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত।’’

Advertisement

কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন হাসিনা। সেই থেকে ভারতেই রয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উদ্দেশে ওয়েইসির প্রশ্ন, ‘‘কেন আমরা হাসিনাকে এ দেশে আশ্রয় দিয়েছি? তিনিও তো এক জন বাংলাদেশি!’’

ওই সাক্ষাৎকারে ‘মিম’ প্রধান অভিযোগ করেন, মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’-এ ছেড়ে দিয়ে আসা হচ্ছে! মোদী সরকারের ‘বাং‌লাদেশি বিতাড়নের নীতি’ নিয়ে প্রশ্ন তুলতে গিয়েই হাসিনা-প্রসঙ্গের অবতারণা করেন তিনি। প্রসঙ্গত, হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে গণহত্যা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাঁকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠিও পাঠিয়েছে ঢাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement