arunachal pradesh

বিমানের তল্লাশি তদারকিতে খোদ বায়ুসেনা প্রধান

অরুণাচল নিখোঁজ বিমানের খোঁজ পেতে ইসরোর সাহায্য নিচ্ছে বায়ুসেনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ২২:৪৮
Share:

বায়ুসেনার এএন৩২ বিমান। ছবি: প্রতীকী

অরুণাচল নিখোঁজ বিমানের খোঁজ পেতে ইসরোর সাহায্য নিচ্ছে বায়ুসেনা। শনিবার উদ্ধারকার্য তদারকি করতে জোরহাটে যান বায়ুসেনা প্রধান বারিন্দর সিংহ ধানোয়া। কী ভাবে উদ্ধার কাজ চলছে তা বাকি পদাধিকারিকেরা তাঁকে জানান। নিখোঁজ বিমানের খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বায়ুসেনা।

Advertisement

বায়ুসেনার এক মুখপাত্র জানান, ৩ জুন জোরহাট থেকে মেচুকা যাওয়ার পথে বায়ুসেনার এএন ৩২ বিমান নিখোঁজ হয়ে যায়। তাতে দুই চালক এবং সেনাকর্মীরা ছিলেন। তার পর থেকে সেনা, বায়ুসেনা এবং নৌসেনার একাধিক বিমান তল্লাশি চালালেও বিমানের কোনও খোঁজ মেলেনি।

সেনা, আইটিবিপি, অসম রাইফেলসের জওয়ানেরা খোঁজে নেমেছেন। কিন্তু ঘন জঙ্গল এবং দুর্গম এলাকায় খোঁজ চালাচ্ছেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ওই এলাকা মেঘে ঢাকা থাকায় বিমান বা হেলিকপ্টার নিয়েও তল্লাশি চালাতে সমস্যা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল সন্দেশখালি, ৪ জনের মৃত্যুর আশঙ্কা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন