—প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রায় দেড় কোটি টাকার সোনা পাচারের চেষ্টায় এ বার গ্রেফতার হলেন এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রু। নিউ ইয়র্ক থেকে মুম্বইয়ে নামতেই তাঁকে গ্রেফতার করেন রাজস্ব গোয়েন্দা বিভাগের (ডিআইআর) কর্তারা! জানা গিয়েছে, গত ১৩ মে নিউ ইয়র্ক থেকে মুম্বইয়ে আসা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১১৬-এর এক জন ক্রু সদস্য ছিলেন অভিযুক্ত।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে প্রায় এক কেজি ৩৭৩ গ্রাম সোনার বার পাওয়া গিয়েছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৪১ লক্ষ টাকা! গোপন সূত্রে খবর পেয়েই মুম্বই বিমানবন্দরে অভিযুক্তকে পাকড়াও করেন গোয়েন্দারা। প্রাথমিক ভাবে তাঁর কাছ থেকে কিছু পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়েন তিনি। জানান কোথায় সোনার বারগুলি লুকিয়ে রেখেছিলেন। পরে সেখান থেকে তা উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রে খবর, জেরার মুখে অভিযুক্ত স্বীকার করেছেন তিনি আগেও এ ভাবে সোনা পাচার করেছেন। গোয়েন্দাদের অনুমান, বিমানের ক্রু সদস্যদের ব্যবহার করে ভারতে সোনা পাচারের নেপথ্যে এক বড় চক্র কাজ করছে। সেই চক্র সম্পর্ক খোঁজখবর শুরু হয়েছে ইতিমধ্যেই। পরবর্তীতে অভিযান চালিয়ে এই চক্রের অন্যতম পরিকল্পনাকারীকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর। একই সঙ্গে সোনা পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজ চলছে।