Air India flight

আবার সেই এয়ার ইন্ডিয়া! মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় হংকংয়ে ফিরে গেল দিল্লিগামী বিমান

অহমদাবাদে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির মতো হংকং থেকে দিল্লিগামী বিমানটিও বোয়িং-এর ৭৮৭ ড্রিমলাইনারের। এই ঘটনায় ফের ড্রিমলাইনারের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১২:৪৮
Share:

এয়ার ইন্ডিয়ার বিমান। —ফাইল চিত্র।

আবার সেই এয়ার ইন্ডিয়া! মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় দিল্লিগামী বিমান ফিরল হংকংয়ে। সোমবার এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এনআইএ।

Advertisement

অহমদাবাদে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির মতো হংকং থেকে দিল্লিগামী বিমানটিও বোয়িং-এর ৭৮৭ ড্রিমলাইনারের। এই ঘটনায় ফের ড্রিমলাইনারের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ সংস্থা জানিয়েছে, হংকং থেকে এআই ৩১৫ বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল নির্ধারিত সময়েই। মাঝ আকাশে চালক বুঝতে পারেন, বিমান বোধহয় কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। এর পরেই কোনও রকম ঝুঁকি না নিয়ে তিনি বিমানটিকে আবার হংকংয়ে ফিরিয়ে আনেন। হংকংয়ে বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। কিন্তু ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল বিমানে, সে ব্যাপারে কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।

গত বৃহস্পতিবার অহমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ উড়ান আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ২৪১ জন যাত্রী-সহ মোট ২৭৪ জনের। অথচ ১৪ বছর আগে প্রথমবার আকাশে ওড়া আমেরিকার সংস্থা বোয়িং-এর তৈরি এই বিমানকে সুরক্ষার দিক থেকে ‘সেরা’ বলা হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, বৃহস্পতিবারের আগে কখনও এই বিমান এত বড় দুর্ঘটনার কবলে পড়েনি।

Advertisement

অহমদাবাদের দুর্ঘটনার পর টাটা গোষ্ঠীর উড়ান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার হাতে থাকা সমস্ত ড্রিমলাইনার ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ বিমানের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ। বর্তমানে এয়ার ইন্ডিয়ার ২৬টি বোয়িং ৭৮৭-৮ এবং সাতটি ৭৮৭-৯ বিমান রয়েছে। হংকং থেকে দিল্লিগামী বিমানটি বোয়িং-এর ৭৮৭-৮ ড্রিমলাইনারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement