Air India

মুম্বই বিমানবন্দরে ঠিকা কর্মীদের ধর্না, উড়ানে দেরি একাধিক বিমানের

বেগতিক দেখে তড়িঘড়ি স্থায়ী কর্মীদের বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। তবে তাতে বেশ খানিকটা সময় লেগে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ১৩:১৯
Share:

দীপাবলির বোনাসের দাবিতে ধর্না ঠিকা কর্মীদের। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

ধর্নায় বসেছেন এয়ার ইন্ডিয়ার ঠিকা কর্মীরা। তার জেরে বিপর্যস্ত মুম্বই বিমান বন্দরের বিমান পরিষেবা। বৃহস্পতিবার একাধিক বিমানের উড়ানে বিলম্ব হয়। তাতে নাকাল হন যাত্রীরা। শেষমেষ স্থায়ী কর্মীদের বাড়ি থেকে ডেকে এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

Advertisement

দীপাবলির বোনাসের দাবিতে বুধবার রাত ১১টা থেকে ধর্নায় বসেন ঠিকা কর্মীরা। বহিষ্কৃত তিন কর্মীকে পুনর্বহাল করার দাবিও তোলেন তাঁরা। চেষ্টা সত্ত্বেও তাঁদের বিরত করা যায়নি। রাতভর বিক্ষোভ চলে। এমনকি ভোরের আলো ফোটার পরও।

বেগতিক দেখে তড়িঘড়ি স্থায়ী কর্মীদের বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। তবে তাতে বেশ খানিকটা সময় লেগে যায়। দেরি হয়ে যায় একাধিক বিমানের উড়ানে। তা নিয়ে টুইটারে অসন্তোষ প্রকাশ করেছেন বহু যাত্রী।

Advertisement

টুইটারে অসন্তোষ প্রকাশ করেছেন এক যাত্রী।

আরও পড়ুন: আইনি পথে রামমন্দির গড়তে সরব যোগী​

আরও পড়ুন: সেনার কাছে গিয়েও সঙ্ঘের কথা মোদীর​

পরে এয়ার ইন্ডিয়া মুখপাত্রের তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, ‘‘ঠিকা কর্মীদের ধর্নার জেরে সকালের দিকে কিছু বিমানের উড়ানে অন্তত ২ ঘণ্টা দেরি হয়ে যায়। তবে এয়ার ইন্ডিয়ার স্থায়ী কর্মীদের ইতিমধ্যেই ডেকে আনা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখছি আমরা। যাতে যাত্রীরা কোনওরকম অসুবিধায় না পড়েন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন