Air India

রানওয়ে ছুঁয়েও থামল না, আকাশে চক্কর কাটার পর দ্বিতীয় চেষ্টায় অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ওই বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রী বা ক্রুরা দিল্লি বিমানবন্দরে নেমেছেন। তবে ওই বিমানে কত জন যাত্রী বা ক্রু ছিলেন, তা স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫২
Share:

—প্রতীকী চিত্র।

রানওয়ে স্পর্শ করার পরও থামেনি বিমান। ফের তা উড়তে শুরু করে। আকাশে খানিক চক্কর কাটার পর আবার বিমানবন্দর ফিরিয়ে আনা হয়। দ্বিতীয় বারের চেষ্টায় নিরাপদে অবতরণ সম্ভব হল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটির!

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার মুম্বই থেকে উড়েছিল এআই২৯১০ বিমানটি। দিল্লি বিমানবন্দরে সন্ধ্যায় অবতরণের কথা ছিল। কিন্তু বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার পরেও ওই বিমানের গতি বেশি থাকায় থামানো সম্ভব হয়নি। আবার সেটি উড়ে যায়। বিমানে থাকা এক যাত্রীর কথায়, ‘‘প্রথম চেষ্টায় বিমানবন্দরে থামতে পারেনি বিমানটি। পাইলট বিষয়টি ঘোষণা করেন। কিছুক্ষণ পরে আকাশে ঘোরাঘুরি করার পর আবার বিমানটি অবতরণের চেষ্টা করে। দ্বিতীয় বারের চেষ্টায় নিরাপদে অবতরণ করান পাইলট।’’

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ওই বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রী বা ক্রুরা দিল্লি বিমানবন্দরে নেমেছেন। তবে ওই বিমানে কত জন যাত্রী বা ক্রু ছিলেন, তা স্পষ্ট নয়।

Advertisement

উল্লেখ্য, গত ১২ জুন অহমদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার পরেই ভেঙে পড়ে। তাতে যাত্রী, পাইলট, বিমানকর্মী-সহ মোট ২৬০ জনের মৃত্যু হয়। বিমানটি একটি বহুতলে ধাক্কা মেরেছিল। ফলে লোকালয়েও অনেকের মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনায়। তার পর থেকে বার বার এয়ার ইন্ডিয়ার পরিষেবায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার আবার সেই এয়ার ইন্ডিয়ার বিমানেরই অবতরণে সমস্যা দেখা দিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement